নিউজ ওয়েভ ইন্ডিয়া: সংসার গুছিয়ে ফেলা হয়েছিল বেশ কয়েকদিন আগে। এবার সুখী গৃহকোন গড়ে তুলতে একে একে আগমন ঘটছে পরিবারের সদস্যদের। SC East Bengal পরিবারে বুধবার এমনই একটি বিশেষ দিন। এদিন গোয়ায় লাল-হলুদ শিবিরে যোগ দিলেন স্বয়ং হেড স্যার ম্যানুয়েল মোনোলা ডিয়াজ।
🅲🅷🅴🅲🅺🅴🅳 🅸🅽 ✅
𝐓𝐇𝐄 𝐁𝐎𝐒𝐒 𝐈𝐒 𝐇𝐄𝐑𝐄!
Manuel 'Manolo' Diaz and Angel Puebla Garcia have arrived in our den 🏡!
𝙗𝙞𝙚𝙣𝙫𝙚𝙣𝙞𝙙𝙤 𝙨𝙚ñ𝙤𝙧.#JoyEastBengal #WeAreSCEB 🔴🟡 pic.twitter.com/KyhOxtIo5r
— SC East Bengal (@sc_eastbengal) September 29, 2021
একই সঙ্গে এসে পৌঁছেছেন তাঁর স্প্যানিশ সহকারী অ্যাঞ্জেল কুয়েবলা গার্সিয়া। মঙ্গলবারই গোয়ায় লাল-হলুদ শিবিরে যোগ দিয়েছিলেন ক্রুয়েশিয়া ফুটবলার ফ্রাঞ্জো প্রস। এবার একে একে ভারতীয় এবং বিদেশি ফুটবলার আগামী কয়েকদিনের মধ্যেই শিবিরে যোগ দেবেন। সাত-আট দিন কোয়ারেন্টাইনে থেকেই শুরু করে দেবেন অনুশীলন।