Adil Khan
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: নতুন সিজন শুরুর আগে প্র্যাকটিসে নামতে আর মাত্র কয়েকদিন বাকি। তার আগে নতুন লুকে ধরা দিলেন SC East Bengal-এর ডিফেন্ডার আদিল খান। এই মুহূর্তে হেড কোচ ম্যানুয়েল মানোলো ডিয়াজ সহ গোটা টিম গোয়ায় কোয়ারেন্টাই পর্বে রয়েছে। এরই মধ্যে মঙ্গলবার SC East Bengal-এর সোশ্যাল মিডিয়া পেজে দলের তরফে এই ছবি প্রকাশ করা হয়েছে।

আদিল খানের বিখ্যাত পনিটেল এবং বান হেয়ার স্টাইল সাড়া ফেলে দিয়েছে কোটি কোটি সমর্থকদের মধ্যে। ছোটো চুলে একেবারে অন্যরকম লাগছে আদিল খানকে। বেশ একটা ফ্রেশ লুকও এসেছে তাঁর মধ্যে। শুধু চুলের স্টাইলই বদলাননি আদিল, ট্রিম করে ফেলেছেন বড় দাড়িও। নতুন লুকে ঝড় তুললেও খেলার মাঠে এবার তিনি কতটা ঝড় তোলেন তার দিকে তাকিয়ে লাল-হদুলের অগনিত ভক্ত।

 

Share it