Euro Cup 2020
Share it

জয় ভট্টাচার্য, সাংবাদিক

আর মাত্র হাতে গোনা কয়েক ঘণ্টা। তারপরই চলতি ইউরো কাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। কেন না গ্রুপ এফের শেষ ম্যচ থেকেই ঠিক হয়ে যাবে শেষ ষোলোয় কোন তিনটি দল অংশ নেবে। আর এই মহারণে একদিকে ফ্রান্স মুখোমুখি হচ্ছে পর্তুগালের। অন্য একটি ম্যাচে জার্মানির প্রতিপক্ষ হাঙ্গেরি। এই ম্যাচ সম্বন্ধে জানতে কথা বলেছিলাম প্রাক্তন জাতীয় ফুটবলার সন্দীপ নন্দীর সঙ্গে।

প্রশ্ন: 23 জুন 2021 ফ্রান্স আর পর্তুগাল মুখোমুখি। কার পাল্লা ভারী?
উত্তর: সন্দীপ নন্দীর সোজাসাপ্টা জবাব, ফ্রান্স। তার ব্যাখ্যা দিয়ে বলেন, “দেখো এবারের ফ্রান্স দলটা এককথায় অন্যতম সেরা এবারের ইউরো কাপ টুর্নামেন্টে। সব পজিশনেই একটা দারুণ ভারসাম্য রয়েছে গোটা দলটার। তাই আমি ফ্রান্সকেই এগিয়ে রাখব।”

প্রশ্ন: কিন্তু, বিপক্ষে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, পেঁপের মতো খেলোয়াড়রা।
উত্তর: অবশ্যই। দেখো ফুটবল একটা টিম গেম। সিআর সেভেন অসাধারণ খেলোয়াড় এতে কোনও সন্দেহ নেই। কিন্তু রোনাল্ডো ক্লাব ফুটবলে যেভাবে সফল হয়, জাতীয় দলের জার্সি গায়ে ও সাবলীলভাবে ওঁকে আমরা দেখতে পাই না। এর কারণ একটাই। সেটা জাতীয় দলে ও ঠিকমতো ‌‌‌‌‌‌সাপোর্ট পায় না সহ খেলোয়াড়দের কাছ থেকে। তার ফলে যা হওয়ার তাই হয়। তবে, এটাও ঠিক ওর মতো প্লেয়ার যে কোনও সময় খেলার রঙ বদলে দিতে পারে।

প্রশ্ন: তাহলে কি ফ্রান্স ডিফেন্ডাররা একটু চাপে থাকবে রোনাল্ডোকে নিয়ে?
উত্তর: অবশ্যই। শোনো বিপক্ষে যদি রোনাল্ডোর মতো খেলোয়াড় থাকে তবে তো বিপক্ষের রক্ষণ চিন্তার থাকবেই।

প্রশ্ন: শুধু ফ্রান্স ডিফেন্স কেনো, পর্তুগাল ডিফেন্স কি চাপে থাকবে না গ্রিজম্যান, এমবাপেদের নিয়ে?
উত্তর: অবশ্যই। আমার তো মনে হয় ফ্রান্স ডিফেন্সের থেকেও বেশি চাপে থাকবে পর্তুগাল ডিফেন্স। কেনো জানো ফ্রান্সের ডিফেন্স শুধু রোনাল্ডোকে সামলাবে। আর পেপেদের সামলাতে হবে প্রথমে থাকা এমবাপে, গ্রিজম্যানদের পাশাপাশি ফ্রান্সের শক্তিশালী মাঝমাঠকে।

প্রশ্ন: গ্রুপের অন্য একটি ম্যাচে জার্মানি খেলবে হাঙ্গেরির বিরুদ্ধে। কাকে এগিয়ে রাখবেন?
উত্তর : এই ম্যাচে আমার ফেভারিট অবশ্যই জার্মানি।

প্রশ্ন: কোন দিক থেকে এগিয়ে জার্মানি?
উত্তর : দেখো ফ্রান্সের মতো জার্মানি ও খুব ব্যালেন্সড। কাজেই সব বিভাগেই মুলাররা এগিয়ে রয়েছে হাঙ্গেরির থেকে।

প্রশ্ন : কিন্তু হাঙ্গেরিও তো লিগের ম্যাচে‌ শক্তিশালী ফ্রান্সকে আটকে দিয়েছিল?
উত্তর : অবশ্যই। তবে কি বড় টিমগুলো সবসময় জানে কোন ম্যাচে কখন ওদের সেরা খেলাটা খেলতে হবে। আর যেহেতু দেশের নাম জার্মানি। কাজেই। আমি জার্মানিকেই এগিয়ে রাখব।

প্রশ্ন : শেষ প্রশ্ন আপনার কাছে। জার্মান দলে আজ মুলার থাকছে না। তাহলে কি একটু হলেও সুবিধা পাবে না হাঙ্গরি?
উত্তর: দেখো মুলার না থাকলে একটু প্রেসার হয়তো থাকবে। তবে মুলারের জায়গায় তিনি তাঁকে একটু দায়িত্ব নিতে হবে। কেননা আন্ডারডগ দলগুলি গোল না খাওয়া পর্যন্ত কিন্তু দারুন লড়াই করে। আশাকরি মুলারের অভাব মিটিয়ে দেবেন গিয়নেসরা।

Share it