Copa America
Share it

জয় ভট্টাচার্য, সাংবাদিক

বুধবার‌ কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচ নেইমারদের। পর পর দুটি ম্যাচ জিতে নেইমার-ফ্যাবিয়ানোরা দারুন ছন্দে। কলম্বিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে এই ম্যাচের ভবিষ্যৎ জানার জন্য ফোনে যোগাযোগ করেছিলাম প্রাক্তন ফুটবলার দেবাশিস মুখোপাধ্যায়ের সঙ্গে।

23 তারিখ কোপা আমেরিকা টুর্নামেন্টে ব্রাজিল কলম্বিয়া ম্যাচে কি‌ রেজাল্ট হবে জানতে চাইলে প্রাক্তন গোলরক্ষক বলেন, ব্রাজিল জিতবে। কেন জানো, নেইমার-গাব্রিয়েল ফরোয়ার্ডে, আর মাঝমাঠে ফ্যাবিয়ানো-কাসিমিরা অনবদ্য ফুটবল খেলছে। গ্রুপ লিগের আগের দুটি ম্যাচে তাঁর প্রমাণ কিন্তু রেখেছে তিতের ছেলেরা।

তবে আরও একটি কথা যোগ করে প্রাক্তন গোলরক্ষক বলেন, আসলে ব্রাজিল টিমটাকে নিয়ে কোনও ভবিষ্যদ্বাণী করা ঠিক নয়। কেন জানো? টিমটা কখন কী ফুটবল খেলবে নিজেরাই জানে না। একটু যদি পিছনের দিকে তাকাও তাহলে দেখতে পাবে গ্রুপ লিগে অসাধারণ ফুটবল খেলে কোয়ার্টার ফাইনালে এমন খেলল, যে ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, আগের দুটি কোপা আমেরিকা দেখো, ব্রাজিল কিন্তু ফাইনালে ছিল না।

চলতি কোপা আমেরিকা টুর্নামেন্টে ব্রাজিল যে ছন্দে ফুটবল খেলছে তার আসল রসদ টা কি? প্রশ্নটা শুনে ময়দানের পোরখাওয়া গোলরক্ষক বলেন, এর আসল কারণ হচ্ছে তিতের দলে প্রথম একাদশ এবং রিজার্ভ বেঞ্চে দুটোই খুব ভালো। আগের ম্যাচে তাঁর প্রমাণ আমরা পেয়েছি। প্রথম দলের বেশ কয়েকজন খেলোয়াড় ছাড়াই যে ফুটবল তিতের ছেলেরা খেলেছে তার প্রশংসা করতেই হবে। আরও একটা উদাহরণ তুলে কলকাতা লিগে টানা 18টি ম্যাচে গোল না খেয়ে গিনেস বুকে নাম তোলা এই গোলরক্ষক বলেন, টোকিও অলিম্পিকের আসরে কিন্তু ব্রাজিল দলে নেইমার নেই। কী কারণে তাঁকে রাখা হয়নি, সেই বিতর্কে না গিয়ে দেবাশিস মুখোপাধ্যায় বলেন, তার মানে নেইমারের বিকল্প কাউকে দলে নিয়ে আগামী বিশ্বকাপের আগে দেখে নিতে চাইছেন কোচ তিতে।

সবশেষে তাঁর কাছে জানতে চেয়েছিলাম, আপনার কি মনে হয়, রোমারিও-বেবতো ও রিভাল্ডোদের মতো তিতের এই দলটাও সাফল্য পাবে। প্রশ্ন শুনে প্রাক্তন ফুটবলার বলেন, এখন হয়তো এই দলটার দু তিনজন ফুটবলারের নাম সবাই জানে। কিন্তু, যেই দলটা সাফল্য পেতে শুরু করবে, ওমনি দেখবে এঁদের নামও ছড়িয়ে পড়েছে সবার মুখে মুখে।

Share it