তিরন্দাজি বিশ্বকাপে (Archery World Cup) একই দিনে সোনা জয়ের হ্যাটট্রিক করলেন ভারতীয় তিরন্দাজ দীপিকা কুমারী (Deepika Kumari)। রবিবার প্যারিসে প্রথমে তিনি সোনা জেতেন মহিলা রিকার্ভ দলের হয়ে। তারপর স্বামী অতনু দাসের সঙ্গে জুটি বেঁধে সোনা জেতেন মিক্সড রিকার্ভ ইভেন্টে। এরপর এদিনই তিরন্দাজির মহিলা ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টেও সোনা জেতেন দীপিকা কুমারী।
দিনের শুরুতে প্যারিসে আয়োজিত আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ থ্রি-তে মহিলা দলে দীপিকার সঙ্গে ছিল কমলিকা বারি ও অঙ্কিতা ভক্ত। মেক্সিকোর মহিলা দলকে তারা পরাজিত করে ৫-১ ব্যবধানে।
এরপর মিক্সড টিম ইভেন্টে দীপিকা খেলতে নামে স্বামী অতনুর সঙ্গে। ডাচ জুটি গ্যাব্রিয়েলা স্কোলেজার ও এস ভি ডি বার্গ জুটিকে ৫-৩ ব্যবধানে পরাজিত করে সোনা জিতে নেয় তারা। তিরন্দাজির বিশ্বকাপে স্বামীর সঙ্গে জুটি বেঁধে এই প্রথম স্বর্ণ পদক জয় দীপিকার।
এরপর দিনের শেষেও একই ছন্দে দেখা গেল দীপিকাকে। রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে রাশিয়ার তিরন্দাজ ইলিনা ওসিপোভাকে সঙ্গে দাপটের সঙ্গে লড়াই করেন। ৬-০ ব্যবধানে তাঁকে পরাজিত করে সোনা ছিনিয়ে নেন দীপিকা। এই নিয়ে এবারের বিশ্বকাপে ব্যক্তিগত ইভেন্টে এটা দীপিকার দ্বিতীয় স্বর্ণ পদক জয়।
উল্লেখ্য এবার টোকিও অলিম্পিক্সে একমাত্র মহিলা তিরন্দাজ হয়ে অংশ নিতে চলেছেন দীপিকা। তাঁর আজকের সোনা জয়ের হ্যাটট্রিক থেকে স্বাভাবিকভাবেই তিরন্দাজিতে অলিপিক্সে আশার আলো দেখাচ্ছে ভারত।