হাওড়ায় লকড়াউন
Share it

রাজপুর-সোনারপুর পুরসভার মতো হাওড়ার বেশ কিছু এলাকাকে মাইক্রো কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে প্রশাসন। আজ থেকে তিনদিন বন্ধ রয়েছে কয়েকটি বাজার। সংক্রমণ রুখতেই এই পদক্ষেপ প্রশাসনের। জানানো হয়েছে, পরে পরিস্থিতি খতিয়ে দেখে বাজার বন্ধ বা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে বাজার দোকান বন্ধ থাকলেও পাড়ায় পাড়ায় বাজার করার হিড়িক এদিনও চোখে পড়েছে বেশ কয়েকটি এলাকায়। হাওড়া শহর এবং গ্রামীণ এলাকায় বেশ কয়েকটি জায়গায় করোনা আক্রান্তর সংখ্যা বেড়েছে। এরই প্রেক্ষিতে হাওড়ার ডোমজুড় বাজার, মাকড়দহ বাজার, ঘুসুড়ির নস্করপাড়া বাজার বন্ধ রাখা হয়েছে। এছাড়া সাঁকরাইলের চাঁপাতলা বাজার, রাজগঞ্জ বাজার এবং আন্দুল বাজারও বন্ধ রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই সব এলাকাকে মাইক্রো কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করায় এই লকডাউন।

তবে এলাকায় ওষুধের দোকান-সহ বিভিন্ন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দোকানগুলিকে ছাড় দেওয়া হয়েছে। ডোমজুড়ের BDO দীপঙ্কর দাস জানিয়েছেন, করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আগের থেকে কমলেও প্রশাসন চাইছে সংক্রমণ শূন্যতে নামিয়ে আনতে।

একইভাবে রাজপুর সোনারপুর পুরসভা এলাকাও কনটেইনমেন্ট জোন ঘোষণা করে দোকান বাজার বন্ধ করে দেওয়া হয়েছে। ওই এলাকায় কোভিড আক্রান্তের সংখ্যা যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করছে প্রশাসন৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন জেলাশাসক৷ প্রশাসনের উদ্যোগে স্থানীয় বাজার কমিটিগুলিকে নিয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সোমবার থেকে ৩দিন রাজপুর-সোনারপুর এলাকায় সমস্ত দোকানপাট ও বাজার বন্ধ থাকবে। তবে খোলা থাকবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দোকানপাট।

Share it