Share it

রবিবার অর্থাৎ আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৭ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের উপর নিম্নচাপ অক্ষরেখার অবস্থানের পাশাপাশি পশ্চিম বঙ্গোপসাগর থেকে জোরালো আর্দ্র বায়ু প্রবেশ করবে। এর ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ভারী ও লাগাতার বৃষ্টিপাতের জেরে নদীর জলস্তর তো বৃদ্ধি পাবেই, সেইসঙ্গে দার্জিলিং ও কালিম্পং জেলায় ধসের সম্ভাবনাও রয়েছে। অপেক্ষাকৃত নীচু এলাকাগুলি জলমগ্ন হতে পারে।

২৭ ও ২৮ জুন জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার দরুন কোথাও কোথাও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ৩ জুলাই পর্যন্ত জারি করা হয়েছে কমলা সতর্কতা।

কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমান বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। তাপমাত্রা ২৮ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

Share it