বিতর্কিত মন্তব্যের জন্য অভিনেতা তথা BJP নেতা মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) ডেকে পাঠাল কলকাতা পুলিশ। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জিজ্ঞাসাবাদার করা হবে তাঁকে। সোমবার ওই ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দিতে বলা হয়েছে মিঠুনকে।
এবারের বিধনসভা নির্বাচনে BJP-র তারকা প্রচারকদের মধ্যে অন্যতম ছিলেন মিঠুন চক্রবর্তী। গেরুয়া শিবিরের হয়ে প্রচারে বেরিয়ে কর্মী, সমর্থকদের চাঙ্গা করতে সিনেমার ডায়ালগ আওড়ে ফেলেন তিনি। প্রকাশ্যে বলে ওঠেন, “মারব এখানে লাখ পড়বে শ্মশানে।” নিজের অভিনীত সিনেমার ওই সংলাপ ভোটের প্রচারে আওড়ানোকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক।
এরপর মানিকতলা থানায় FIR দায়ের করে তৃণমূল কংগ্রেস। এর প্রেক্ষিতে ১৬ জুন মিঠুন চক্রবর্তীকে একদফা জিজ্ঞাসাবাদও করে কলকাতা পুলিশ।
শুক্রবার মিঠুনের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের মামলার শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) বিচারপতি কৌশিক চন্দ প্রশ্ন করেন, “সিনেমার সংলাপ কীভাবে হিংসার কারণ হতে পারে ? প্রচারে শুধু এই সংলাম বলার জন্যই হিংসা হয়ে গেল ?” আদালতে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২ জুলাই। তার আগে সোমবার মিঠুন চক্রবর্তীতে জিজ্ঞাসাবাদ করবে কলকাতা পুলিশ।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পায় ২১৩টি আসন। আর গেরুয়া শিবির পায় ৭৭টি আসন। ২ মে নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসা ছড়াতে দেখা যায়।