অসুস্থ শিল্পী কবীর সুমনকে দেখতে SSKM হাসপাতালে গেলেন বিধায়ক মদন মিত্র। হাসপাতালের বিছানায় শোওয়া অবস্থায় বন্ধু মদন মিত্রের সঙ্গে কথা বললেন ‘গানওয়ালা’।
এদিন অনেকটাই সুস্থ ছিলেন কবীর সুমন। শুয়ে থাকলেও চিরাচরিত খোসমেজাজেই ছিলেন সুমন। এমনকি মদন মিত্রর সঙ্গে তাঁকে হাত ধরে কথা বলতে দেখা যায়। বেশ কিছুক্ষণ তাঁর মধ্যে বাক্যালাপ হয়। ‘গানওয়ালা’ বন্ধুর সঙ্গে সাক্ষাতের ছবি ও ভিডিও নিজের ফেসবুক পেজে পোস্টও করেন কামারহাটির তৃণমূল বিধায়ক।
সেখানে ক্যাপশনে মদন মিত্র লেখেন, “মুখে ফেরা মানুষের গানে গানে – তোমাকে চাই… ছেড়েছো তো অনেক… হাল ছেড়ো না বন্ধু কণ্ঠ ছাড়ো… দেখা হবে তোমার আমার আবার নতুন গানের ভোরে…”
রবিবার রাতে গলা ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে SSKM হাসপাতালে ভর্তি করা হয় কবীর সুমনকে। ওইদিন রাতেই Rapid Antigen Test করা হয়েছিল তাঁর। তাতে নেগেটিভ রিপোর্ট আসে। এরপর RTPCR টেস্টও হয়। সোমবার রাতে সেই পরীক্ষার রিপোর্টও নেগেটিভ আসে। মঙ্গলবার শিল্পীর মেডিক্যাল রিপোর্টে জানা গেছে, জ্বর কমলেও গলায় এখনও কিছুটা সংক্রমণ রয়েছে তাঁর। মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক সৌমিত্র ঘোষের তত্ত্বাবধানে কবীর সুমনের চিকিৎসা চলছে।