ফুটবল মহানায়ক যা ছোঁন তাই সোনা। বার্সেলোনা ছেড়ে PSG-তে আসার পর ৩০ নম্বর জার্সি নিয়েছেন লিওনেল মেসি। কিন্তু, সেই জার্সির এত চাহিদা হবে তা বোধ হয় আঁচ করতে পারেননি স্বয়ং কর্মকর্তারাও। প্যারিস সঁ জঁ-র ৩০ নম্বর জার্সি এখন গোটা ফুটবল বিশ্বে চর্চার বিষয়।
HYPE ☁️?#PSGxMESSI
? Julien Scussel / PSG pic.twitter.com/z0SG2oDlIj
— Paris Saint-Germain (@PSG_English) August 11, 2021
বিখ্যাত ৩০ নম্বর জার্সি মার্চেন্ডাইজেশনে শীর্ষে। জার্সি বিকোচ্ছে হট কেকের মতো। মুহূর্তের মধ্যে শেষ। পিএসজি-র ৩০ নম্বর জার্সি বিক্রি হল মাত্র ৩০ মিনিটে। মঙ্গলবার থেকে PSG-র ওয়েব সাইটে মেসির জার্সি বিক্রি শুরু হয়।
??❤️?#PSGxMESSI
— Paris Saint-Germain (@PSG_English) August 11, 2021
বেশ চড়া দামেই মেসির জার্সি বিক্রি করেছে প্যারিস সাঁ জাঁ ক্লাব। ভারতীয় মুদ্রায় এই জার্সির দাম ছিল ১৩ হাজার ৭৭৫ টাকা। এদিকে মেসি বার্সেলোনা ছেড়ে দিলেও অনেকেই সেই জার্সি কিনছেন। এখনও মেসির ১০ নম্বর জার্সি বার্সেলোনা ক্লাবের শো রুমে পাওয়া যাচ্ছে।