Messi Jersy
Share it

ফুটবল মহানায়ক যা ছোঁন তাই সোনা। বার্সেলোনা ছেড়ে PSG-তে আসার পর ৩০ নম্বর জার্সি নিয়েছেন লিওনেল মেসি। কিন্তু, সেই জার্সির এত চাহিদা হবে তা বোধ হয় আঁচ করতে পারেননি স্বয়ং কর্মকর্তারাও। প্যারিস সঁ জঁ-র ৩০ নম্বর জার্সি এখন গোটা ফুটবল বিশ্বে চর্চার বিষয়।


বিখ্যাত ৩০ নম্বর জার্সি মার্চেন্ডাইজেশনে শীর্ষে। জার্সি বিকোচ্ছে হট কেকের মতো। মুহূর্তের মধ্যে শেষ। পিএসজি-র ৩০ নম্বর জার্সি বিক্রি হল মাত্র ৩০ মিনিটে। মঙ্গলবার থেকে PSG-র ওয়েব সাইটে মেসির জার্সি বিক্রি শুরু হয়।


বেশ চড়া দামেই মেসির জার্সি বিক্রি করেছে প্যারিস সাঁ জাঁ ক্লাব। ভারতীয় মুদ্রায় এই জার্সির দাম ছিল ১৩ হাজার ৭৭৫ টাকা। এদিকে মেসি বার্সেলোনা ছেড়ে দিলেও অনেকেই সেই জার্সি কিনছেন। এখনও মেসির ১০ নম্বর জার্সি বার্সেলোনা ক্লাবের শো রুমে পাওয়া যাচ্ছে।

Share it