Jhula_Ramlala
Share it

অযোধ্যায় তৈরি হচ্ছে ঐতিহ্যশালী রামমন্দির। তার আগেই রামলালা পেলেন বিশেষ উপহার। কী সেই উপহার? শুনলে চমকে উঠবেন। ২১ কেজি রুপোর দোলনা। শ্রাবণ ঝুলা উৎসব উপলক্ষে এই রুপোর দোলনা তৈরি হয়েছে রামলালার জন্য।


বৃহস্পতিবার শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের তরফে এ কথা জানানো হয়েছে। উৎসবের দিন রামলালাকে বসানো হবে ওই দোলনায়। শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের তরফে রুপোর দোলনার ছবি টুইটও করা হয়েছে। ২১ কেজির রুপোর দোলনার উচ্চতা ৫ ফুট।

শ্রাবণ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে হয় ঝুলা উৎসব। এই উৎসব ঘিরে প্রতি বছরই সেজে ওঠে অযোধ্যা। রামলালাকে যে অস্থায়ী মন্দিরে রাখা হয়েছে, সেখানেই হবে এ বছরের ঝুলা উৎসব। ঝুলা উৎসবের সময় এই দোলনাতেই বসানো হবে রামলালাকে।

প্রসঙ্গত, ২০২৪ সালে লোকসভা ভোটের আগেই পুন্যার্থীদের জন্য অযোধ্যায় নির্মীয়মাণ রামমন্দিরের একাংশ খুলে দেওয়া হবে। সম্প্রতি এমনটাই জানিয়েছেন রামমন্দির ট্রাস্টের সাধারণ সচিব চম্পত রাই।

Share it