সেপ্টেম্বরেই কি উপ নির্বাচন করতে চাইছে রাজ্যের নির্বাচন কমিশন? তেমনই সম্ভাবনা তৈরি হয়েছে। করোনা পরিস্থিতিতে খানিকটা লাগাম পড়তেই নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন। পরিস্থিতি আয়ত্তে থাকবে এমন বার্তা মিললেই সেপ্টেম্বরের শেষের দিকে কমিশন নির্বাচন সেরে ফেলতে পারে।
নির্বাচন করানো নিয়ে এবার ন্যূনতম ঝুঁকি রাখতে নারাজ কমিশন কর্তারা। সে কারণেই কেন্দ্র ও রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন কমিশন কর্তারা। ICMR-এর গাইডলাইনগুলিও নজরে রাখা হচ্ছে।
রাজ্যে পাঁচটি কেন্দ্রের উপনির্বাচন ও দুই কেন্দ্রের নির্বাচন নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলছে। ইতিমধ্যেই নির্বাচনের দাবিতে চাপ বাড়িয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। কমিশনের দপ্তরে তারা দু’বার দরবার করেছে।
তেমনটা হলে আগস্টের শেষ সপ্তাহের মধ্যেই বিজ্ঞপ্তি জারি হয়ে যাওয়ার কথা। সূত্রের খবর, রাজ্যের যে সব কেন্দ্রে (ভবানীপুর, খড়দহ, গোসাবা, শান্তিপুর, জঙ্গিপুর, সামশেরগঞ্জ, দিনহাটা) নির্বাচন বাকি ইতিমধ্যেই সেসব জায়গার সামগ্রিক করোনা পরিস্থিতি যাচাই করেছে কমিশন। সাত কেন্দ্রের নির্বাচনের জন্য ইতিমধ্যেই ইভিএম–ভিভিপ্যাটের প্রথম পর্যায়ের পরীক্ষাও শেষ হয়ে গিয়েছে।