131st Foundation Day and Condolence Meet of Mohammedan Sporting Club was held at the Club Tent
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: মঙ্গলবার মহামেডানের 131 তম প্রতিষ্ঠা দিবস পালিত হল ক্লাব প্রাঙ্গনে। সকালে ক্লাব পতাকা উত্তোলন করেন প্রেসিডেন্ট আমিরুদ্দিন ববি। এরপর ফুটবল মাঠের মতো দেখতে একটি কেক কাটেন তিনি। সঙ্গে ছিলেন ক্লাবের জেনারেল সেক্রেটরি দানিশ ইকবাল।
Veteran Football Coach Naimuddin was felicited by Danis Ikbal
সেখানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট প্রাক্তন ফুটবলার। মহামেডান জুনিয়র দলের ফুটবলার, অসংখ্য সমর্থক এবং বিশিষ্ট অতিথিরা। সুভাষ ভৌমিক, সুরজিৎ সেনগুপ্ত সহ প্রয়াত ফুটবলারদের উদ্দেশ্যে নিরবতা পালন ও স্মৃতিচারণ করা হয়। মহমেডানের প্রাক্তন ফুটবলারদের সম্মানিতও করা হয় এদিন।

Veteran Footballer Manas Bhattacharya was felicited by Danis Ikbal
Veteran Footballer Manas Bhattacharya was felicited by Danis Ikbal

চলতি I League এ ভাল ফলাফল নিয়ে আশাবাদী কর্মকর্তারা সকলেই। সভাপতি, সচিব, ইনভেস্টর প্রত্যেকে ক্লাবকে আগামীদিনে আরও সাফল্য এনে দেওয়ার বার্তা দিলেন মঞ্চ থেকে।

Share it