Sandesh Jhingan
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: “খেলার পর যা বলেছি, তার জন্য ক্ষমা চেয়ে নিয়েছি আগেই। ওইরকম একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের পর ‘Hit of the Moment’ এরকম হতেই পারে। যদিও আমি তার জন্য ক্ষমা চেয়ে নিয়েছি। কিন্তু, ঘটনার ৪৮ ঘণ্টা কেটে গেলেও আমার স্ত্রী এবং পরিবারকে কুৎসিত ভাষায় আক্রমণ করছে কিছু মানুষ। এটা একেবারেই কাম্য নয়।” সোমবার রাতে একটি ভিডিও টুইট করে এই অভিযোগ করলেন ATK Mohun Bagan-এর অন্যতম অভিজ্ঞ ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান।

সন্দেশ আরও বলেন, “আমার এই কথার জন্য যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, তার জন্য আমি বারবার ক্ষমা চাইছি। আমার কাউকে আঘাত করার ইচ্ছে ছিল না। এটা জাস্ট একটা ‘Hit of the Moment’ হয়ে গেছে। এবার থেকে আমি আরও সতর্ক থাকব এবং আরও ভালো মানুষ হওয়ার চেষ্টা করব।”


কেরালা ম্যাচের পর সবুজ মেরুন শিবিরের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছিল। যেখানে কেরালার সঙ্গে ড্র করে মাঠ থেকে বের হওয়ার সময়ে সন্দেশকে বলতে দেখা গিয়েছে, ‘মেয়েদের সঙ্গে ম্যাচ খেলে এলাম’ মন্তব্য করতে। যদিও পরে এই ভিডিও সরিয়ে ফেলা হয়। তবে তার আগেই তা ভাইরাল হয়ে বিতর্ক শুরু হয়ে যায়। কেরালার সমর্থকেরা সন্দেশের এই মন্তব্যের পর ক্ষোভে ফেটে পড়েন।

Share it