Mario Rivera
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: লম্বা বিরতির পর মঙ্গলবার ফের মাঠে নামছে SC East Bengal। বিপক্ষে শক্তিশালী দল মুম্বই সিটি এফসি। তবুও ভয়ডরহীন ফুটবল খেলতে চাইছে কোচ মারিও রিভেরা। সোমবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে একথাই জানিয়েছেন তিনি।

রিভেরা বলেন, “মুম্বই খুবই শক্তিশালী দল। তারা প্লে অফে খেলার লড়াইয়ে আছে। যদিও আমরা ওদের প্রথম লেগে রুখে দিয়েছিলাম। এবার আমাদের কিছুই হারানোর নেই। তাই আমরা ঝুঁকি নিয়ে খেলব। তাতে যা হয় হবে। তবে জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামব আমরা। আগে থেকে ভয় পেয়ে গুটিয়ে থাকব না।”

দলের রক্ষণে অন্যতম ভরসা হীরা মণ্ডলকে এই ম্যাচে পাবেন না রিভেরা। তবুও দল নিয়ে আত্মবিশ্বাসী স্প্যানিশ কোচ। বলেন, “কে আছে কে নেই এটা দেখার দরকার নেই। ইস্টবেঙ্গল শেষ কয়েকটা ম্যাচে টিম হিসেবে খেলেছে। তাই টিম হিসেবেই মাঠে লড়াই করবে। আগের ম্যাচগুলোতে ভাগ্য সহায় থাকলে তিন পয়েন্টও পেয়ে যেতাম।”

Share it