নিউজ ওয়েভ ইন্ডিয়া: সামনের মরশুমে ইস্টবেঙ্গলের ISL খেলা নিয়ে ক্রমশ পরিষ্কার হচ্ছে ক্লাব কর্তাদের পরিকল্পনা। গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে ভেতরে ভেতরে দল গোছানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে ক্লাবে। খবরটা যে মিথ্যে নয়, তা আরও স্পষ্ট হল। সূত্রের খবর, ISL-এ খেলা ছাড়াও অন্য পরিকল্পনাও রয়েছে ক্লাবের। সেইজন্য দল গঠনের কাজ শুরু হয়ে গেছে আগে ভাগেই।
এই বছর কলকাতা ফুটবল লিগ, ডুরান্ড কাপ ও IFA শিল্ড খেলার পরিকল্পনা নিয়েছে লাল-হলুদ ক্লাব। আর সেজন্যই স্থানীয় প্রতিভাবান ফুটবলারদের নামের তালিকা তৈরি হয়ে গেছে। ISL শেষ হলেই শুরু হয়ে যাবে চুক্তিবদ্ধ করার কাজ।
তবে একইসঙ্গে ISL খেলারও পরিকল্পনা রয়েছে ক্লাবের। সেজন্যই বেশ কয়েকটি বিনিয়োগকারী সংস্থার সঙ্গেও প্রাথমিক কথাবার্তা হয়েছে ক্লাবকর্তাদের। এরমধ্যে অন্যতম আদানি গোষ্ঠী ও টাটা গোষ্ঠীর কয়েকটি সংস্থা। সূত্রের খবর, স্থির হয়েছে, ঘরোয়া টুর্নামেন্টগুলিতে যেসব ফুটবলাররা ভালো খেলবেন, তাদের সামনের মরশুমের জন্য ISL-এ চুক্তিবদ্ধ করা হবে। প্রসঙ্গত, বিনিয়োগকারী-ক্লাব অশান্তির জেরে গত মরশুমে ঘরোয়া টুর্নামেন্ট খেলেনি ইস্টবেঙ্গল। এবার তাই আগে থেকেই পরিকল্পনা করে এগোতে চাইছে ক্লাব কর্তারা।