নিউজ ওয়েভ ইন্ডিয়া: পশ্চিমবঙ্গ অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে কলকাতায় মৌলালি যুবকেন্দ্রে অনুষ্ঠিত হল সফল অ্য়াথলিটদের শংসাপত্র ও সম্মানপ্রদান অনুষ্ঠান। কোভিড পরিস্থিতির জেরে দীর্ঘ দু বছর পর এই অনুষ্ঠান হল। বিভিন্ন রাজ্যে অ্যাথলেটিক্স প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণকারী সফল প্রতিযোগীদের হাতে এদিন অর্থ সাহায্যও তুলে দেওয়া হয়।
প্রথম স্থানাধিকারীদের ১৫ হাজার টাকার চেক, দ্বিতীয় স্থানাধিকারীদের ১০ হাজার ও তৃতীয় স্থানাধিকারীদের সাড়ে সাত হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সচিব কমল কুমার মৈত্র, সহ সভাপতি শোভেন বন্দ্যোপাধ্যায়, অফিস স্পোর্টস ফেডারেশনের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ সভাপতি গৌতম গঙ্গোপাধ্যায়, পুর প্রতিনিধি ও ক্রীড়া প্রশাসক বিশ্বরূপ দে, বিশিষ্ট প্রাক্তন অ্যাথলিট রহমতুল্লাহ মোল্লা ও আরও বিশিষ্ট অতিথিরা।
দীর্ঘ ২ বছর পর এই অনুষ্ঠানের আয়োজন করতে পারায় খুশি সংস্থার সচিব কমল কুমার মৈত্র। পশ্চিমবঙ্গ অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরাও। এই ধরনের উদ্যোগ তরুণ প্রতিভাদের আরও বেশি করে উৎসাহিত করবে বলে জানিয়েছেন তাঁরা।
শংসাপত্র ও চেক পেয়ে খুশি সফল প্রতিযোগীরাও। বিভিন্ন জেলার ছোট শহর অথবা গ্রাম থেকে উঠে এসেছে তারা। আগামীদিনে অ্যাথলেটিক্সের হাত ধরেই উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন দেখছে সফল প্রতিযোগীরা। অনুষ্ঠানের শেষ পর্বে টেকলিক্যাল অফিশিয়ালদের জন্য একটি কর্মশালার আয়োজন করা হয়।