নিউজ ওয়েভ ইন্ডিয়া: আই লিগের ষষ্ঠ ম্যাচে জয়ের সরণিতে ফিরল মহমেডান স্পোর্টিং ক্লাব। মার্কাস জোসেফের একমাত্র গোলে কেঙ্কের এফসিকে হারাল সাদা-কালো ব্রিগেড। সোমবার কল্যাণী স্টেডিয়ামের মাঠে ৭১ মিনিটের মাথায় জয়সূচক একমাত্র গোলটি করেন মার্কাস। এই নিয়ে Hero I League-এ ৯টি গোল করে সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন এই ক্যারিবিয়ান স্ট্রাইকার।
খেলার শুরু থেকেই আক্রমণের ঝড় তুললেও গোল করতে পারেনি মহমেডান ফুটবলাররা। অল্পের জন্য ফয়জলের দুরন্ত শট বারের ওপর দিয়ে বেরিয়ে যায়। খেলার ৭১ মিনিটের মাথায় বাম দিক থেকে মনোজের ক্রশ থেকে হেডে গোল করেন মার্কাস।
এই ম্যাচে জয় পাওয়ায় লিগে ৬টি ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানেই রইল আন্দ্রে চেরনিশভের দল। দল জয়ের পথে ফিরে আসায় খুশি হেড কোচ আন্দ্রে চেরনিশভ ও ফুটবল ম্যানেজার দীপেন্দু বিশ্বাস।