Khaled Sheikh Mohammad
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: আমেরিকার গর্ব ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যে একার হাতে গুঁড়িয়ে দিয়েছিল সেই মূলচক্রী খালিদ শেখ মহম্মদের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দেওয়া যাক।

কুয়েতে জন্ম হয় খালিদের। পড়াশোনা মার্কিন যুক্তরাষ্ট্রেই। সন্ত্রাসবাদে হাতেখড়ি বেশ ছোটোবেলা থেকেই। মার্কিন গোয়েন্দাদের কাছে সে ‘KSM’নামে পরিচিত। সন্ত্রাসবাদের সঙ্গে জড়িয়ে থাকার বহু প্রমাণ KSM-এর বিরুদ্ধে আগেই পেয়েছিল FBI। ১৯৯৩ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিস্ফোরণের ঘটনায় তার বিরুদ্ধে অর্থ জোগানোর ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে। ১৯৯৫ সালে প্রশান্ত মহাসাগরের উপর বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমানে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনাও করেছিল সে।

ওয়ার্ল্ড টেড সেন্টারের টুইন টাওয়ার গুঁড়িয়ে যাওয়ার প্রায় দুই বছরের মাথায় ২০০৩ সালে তাকে পাকিস্তান থেকে গ্রেপ্তার করা হয়। CIA গোয়েন্দারা তাকে নিজেদের ডেরায় নিয়ে গিয়ে তার ওপর ‘থার্ড ডিগ্রি’ প্রয়োগ করে। শোনা যায়, খালিদের মাথা নাকি ১৮৩ বার জলের মধ্যে অনেক সময় ধরে ডুবিয়ে রাখা হয়। এছাড়াও নানা রকমভাবে তাকে শাস্তি দেওয়া হয়েছিল। ২০০৬ সালে তাকে কিউবায় আমেরিকার গুয়ান তানামো বে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। সেখানেই খালিদ সহ ধৃত ৫ জনের বিচার চলছে মার্কিন সামরিক ট্রাইবুনালে।

Share it