Airhostess Dance
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: সিংহলী তরুণী ইউহানির ‘মানিকে মাগে হিতে’ গানটি ভারতে অসম্ভব জনপ্রিয় হয়েছে। গানটির আকাশচুম্বি জনপ্রিয়তার কারণে বিভিন্ন ভাষায় গাওয়ার পাশাপাশি নেচেও ভাইরাল হয়েছেন অনেকে। ঘরে, ছাদে, বাগানে বিভিন্ন জায়গায় নেচে গেয়ে টপাটপ লাইক, কমেন্টল কুড়িয়েছেন তাঁরা। জলে, স্থলের পর এবার অন্তরীক্ষে গানটির সঙ্গে নেচে ভাইরাল হলেন এক বিমানসেবিকা।


আয়াত আফরিন নামে সুন্দরী ওই বিমানসেবিকা উড়ন্ত বিমানে মানিকে মাগে হিতে গানটির সঙ্গে চমৎকার নেচেছেন। যা রীতিমত মনজয় করেছে নেটিজেনদের। ভিডিওটি তুলেছেন তাঁরই এক সহকর্মী বিমানসেবিকা। ফাঁকা প্লেনে আফরিনকে নাচতে দেখা গেছে ভিডিওটিতে। ইতিমধ্যেই ১৩ মিলিয়ন ভিউজ পেয়েছে ভিডিওটি। সকলেই প্রায় সেই নাচের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার মজা করে বলেছেন, ‘এবার বোঝা গেল কেন বিমান ছাড়তে দেরি হয়’।

Share it