নিউজ ওয়েভ ইন্ডিয়া: রবিবারের সকালে আলিপুর এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে ঝড় তুললেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রচার চলে চেতলা এলাকায়। তৃণমূল প্রার্থীর পাশাপাশি বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল প্রচার করেন লি রোডে। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। BJP প্রার্থীর হয়ে তাঁকে দেওয়াল লিখতেও দেখা যায়।
এই নিয়ে ফিরহাদ হাকিম বলেন, “সর্বস্তরের মানুষ বলছেন তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেবেন। তা সত্ত্বেও গণতন্ত্রের নিয়ম হল, মানুষের কাছে যেতে হবে। সেই কাজটাই আমি করছি। আমি এই এলাকারই ছেলে। এখানকার প্রতিটা গলিতে আমি রাজনীতি করেছি। তাই এই ভোট মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের একার না আমাদের সকলের। এখানে আমি নেতা-মন্ত্রী হিসেবে আসিনি। একজন তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে এসেছি।”
BJP-কে তোপ দেগে ফিরহাদ হাকিম বলেন, “সন্ত্রাসের কথা বলে আর কতদিন চালাবে বিজেপি? সন্ত্রাস তো গুজরাতে হয়। দিল্লিতে হিংসা হয়। সন্ত্রাসবাদীদের কেস দেওয়া হয় না। বাংলায় সন্ত্রাস কোথায়? নন্দীগ্রাম, ভবানীপুর, চেতলা এক নয়। নন্দীগ্রামে যেভাবে রিগিং হয়েছে, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের উপর অন্যায় হয়েছে, সেটা ভবানীপুরে হবে না।”