Goa School
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: চলতি শিক্ষাবর্ষেই একাদশ শ্রেণিতে অন্তর্ভুক্ত হল ‘করোনা’ বিষয়ক পাঠ্য। ‘স্বাস্থ্য ও শারীরশিক্ষা’ বইটিতে করোনা ভাইরাস এবং রোগ সংক্রমণ ও প্রতিরোধের বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে। পাঠ্য বইটিতে ম্যালেরিয়া, কলেরা, কালাজ্বর, জলাতঙ্ক, ইনফ্লুয়েঞ্জা, এইডস প্রভৃতি রোগের পাশাপাশি রাখা হয়েছে কোভিড-১৯-কেও। সিলেবাস এক্সপার্ট কমিটি সূত্রে একথা জানা গেছে।

কমিটি আরও জানিয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকে যষ্ঠ শ্রেণির পাঠ্যসূচিতেও করোনা সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকার সম্ভাবনা রয়েছে। যদিও, সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যদিও শিক্ষাদপ্তর সূত্রে খবর, পরিকল্পনা চূড়ান্ত হলেও তা বাস্তবায়িত হওয়া স্রেফ সময়ের অপেক্ষা।

বইয়ে উল্লেখ রয়েছে, ঠিক কী কী ভাবে করোনাকে এড়ানো সম্ভব। মাস্কের ব্যবহার, স্যানিটাইজারের ব্যবহারের কথা রয়েছে। প্যানডেমিক, এপিডেমিক, এনডেমিক— রোগ ছড়িয়ে পড়ার ব্যাপ্তির নিরিখে কোন শব্দ কখন প্রয়োগ করা হয়, সে সবেরও উল্লেখ রয়েছে। পাশাপাশি ব্যাখ্যা করা হয়েছে, একজন কোভিড রোগীকে চিহ্নিতকরণ এবং কীভাবে তারা সংক্রমণ ছড়াতে পারে সে সম্পর্কে বিস্তারিত তথ্য। এছাড়াও রয়েছে কোভিড সংক্রান্ত আরও তথ্য।

রাজ্য সরকারের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছে শিক্ষক ও বুদ্ধিজীবী মহল। তাঁদের মতে, রোগটি কখনই প্রকৃতি থেকে নির্মূল হওয়ার নয়। সুতরাং তখন ছোটবেলা থেকেই পড়ুয়াদের সতর্ক এবং ওয়াকিবহাল রাখা ভালো। আগামীদিনে হয়ত তারাই বড়দের মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহার করা নিয়ে সচেতন করে তুলবে। স্কুলে পঠনপাঠন শুরু হলে বিষয়টি নিয়ে আরও সজাগ থাকতে হবে পড়ুয়াদেরও।

Share it