UP Ad Controversy
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: উত্তরপ্রদেশ সরকারের বিজ্ঞাপনে কলকাতার ‘মা’ উড়ালপুলের ছবি। আর তাকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। যে বিতর্কে ঘি ঢেলেছেন স্বয়ং তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আগামী বছরই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। যাকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সেমি ফাইনাল বলেই মনে করছে রাজনৈতিক মহল। তারই প্রস্তুতি শুরু করেছে যোগী আদিত্যনাথের BJP সরকার। ইতিমধ্যেই শুরু হয়েছে সরকারি প্রচার। 

আর সেই প্রচারকাণ্ডের শুরুতেই বিপর্যয়। ‘ট্রান্সফর্মিং উত্তরপ্রদেশ আন্ডার যোগী আদিত্যনাথ’ বিজ্ঞাপনটিতে দেখা যাচ্ছে কলকাতার ‘মা’ উড়ালপুলের ছবি। সেই ছবি যে কলকাতার তার প্রমাণ, উড়ালপুলের পাশের একটি পাঁচতারা হোটেলের ছবি। ভালো করে দেখলে উড়ালপুলের উপর হলুদ ট্যাক্সির ছবিও বোঝা যাচ্ছে।

রবিবার বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদপত্রে পাতা জোড়া বিজ্ঞাপন প্রকাশিত হয়। আর তা নিয়ে রীতিমত সমালোচনায় সরব তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় BJP সরকারকে কটাক্ষ করেছেন বিজ্ঞাপনের ছবি সহ টুইট করে। তাঁর দাবি, বাংলার উন্নয়নের ছবিতেই ভরসা করছে BJP-র সরকার। বিজেপি-র ‘ডবল ইঞ্জিন মডেল’ ব্যর্থ হয়েছে বলেও দাবি করেছেন তিনি।


এদিন বিষয়টি নিয়ে তোপ দেগেছেন ফিরহাদ হাকিমও। তিনিও টুইট করে বলেন, ‘অনুকরণ করার মধ্যে লুকানো থাকে প্রশংসা। কিন্তু, যোগী আদিত্যনাথ সেটিকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন! মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়নের ছবি ব্যবহার করে ফেলাটা দায়িত্বপ্রাপ্ত এজেন্সির ভুল নয়। বরং উত্তরপ্রদেশের আসল ছবিটাই সামনে চলে এসেছে।’

Share it