Gujarat New CM
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: গুজরাতের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেন্দ্র পটেল। শনিবার বিজয় রুপানি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। এরপর তাঁর জায়গায় একাধিক নাম উঠে এসেছিল রবিবার পরিষদীয় দলের বৈঠকের আলোচনায়। বৈঠকে কেন্দ্রীয় প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর পাতিদার সম্প্রদায়ের নেতা ভূপেন্দ্র পটেলকেই মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরার সিদ্ধান্ত নেয় গুজরাট BJP।


গুজরাতের ঘাটলোদিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন ভূপেন্দ্র পটেল। গুজরাতের ঘাটলোদিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন ভূপেন্দ্র পটেল। শনিবার আচমকাই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বিজয় রুপানি। আর এক বছর পরেই গুজরাটে বিধানসভা নির্বাচন। তার আগে আচমকা মুখ্যমন্ত্রী পদে ইস্তফা নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে যায় রাজনৈতিক মহলে। এরপরেই নতুন মুখ্যমন্ত্রীর নাম নিয়ে জল্পনা শুরু হয়ে যায়।

নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করার জন্য রবিবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমরের নেতৃত্বে বৈঠক চলে এদিন। ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক প্রহ্লাদ যোশীও। উপস্থিত ছিলেন দলের বর্ষীয়ান দুই নেতা ভূপেন্দ্র প্যাটেল এবং বি এল সন্তোষ। একাধিক নাম নিয়ে জল্পনা চললেও শেষ পর্যন্ত দীর্ঘদিনের বিধায়ক ভূপেন্দ্র প্যাটেলের নামই চূড়ান্ত হয়।

Share it