Hero Alam
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: গানের গুঁতো। অসুস্থ হিরো আলম। কয়েকদিন আগেই সিংহলি ভাষায় ইউহানির ‘মানিকে মাগে হিতে’ গান ভুল সুরে ও উচ্চারণে গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন বাংলাদেশের হিরো আলম। মারাত্মক ট্রোলড হয়েছেন তিনি। এরপরেই তাঁকে হাসপাতালের বিছানায় আবিষ্কার করা হয়েছে।

না গানের গুঁতো নয়। ফোঁড়া। ফেসবুকে লাইভে তিনি জানিয়েছেন, পায়ের নিচে একটি ফোঁড়া হয়েছে। পূবাইলের কাছে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন হিরো আলম। তাঁর অস্ত্রোপচার হবে। পরে আরও একটি লাইভে জানান, অস্ত্রোপচারের পর তিনি এখন বিশ্রামে রয়েছেন।

হিরো আলম জানালেন, ১০ দিন তাকে বিশ্রাম নিতে হবে। তিনি বলেন, ‘মানিকে মাগে হিতে গানটি গাওয়ার সময় টের পাই আমার পায়ের ব্যথা। এরপর দেখি সেটা ফুলে গেছে। পূবাইলে শুটিংয়ে গিয়ে কাজ করতে পারিনি। হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এখন বিশ্রামে রয়েছি। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় এসেছি।’

Hero Alam
Hero Alam

ইউহানির ‘মানিকে মাগে হিতে’ গানটিতে বুঁদ ভারত, বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশের মানুষ। গানটি যে যখন যেমন পারছেন নিজের মতো করে গেয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন। কেউ নেচে ভিডিও আপলোড করছেন। সিংহলি ভাষা না বোঝার কারণে ভারত-বাংলাদেশিদের অনেকেই ভুলভাল উচ্চারণে গান করছেন। একেকজনের অদ্ভুত উচ্চারণে ‘মানিকে মাগে হিতে’ কখনও কখনও অদ্ভুত রূপ নিচ্ছে, যা নেটদুনিয়ায় হাসির খোরাকে পরিণত হচ্ছে।

অভিনেতা রুদ্রনীল ঘোষ এমন একটি ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করেছেন। ভিডিওটি এমনভাবে বানানো হয়েছে, মনে হচ্ছে ইয়োহানি ডি সিলভা গানটি কিবোর্ড বাজিয়ে গান শেখাচ্ছেন হিরো আলমকে। তাঁকে সঠিক উচ্চারণ শেখাচ্ছেন। কিন্তু হঠাৎই শব্দ ভুলে বাংলা গান গাইতে শুরু করলেন হিরো আলম। যা শুনে ইয়োহানি শেষ পর্যন্ত তার গানের ক্লাস বন্ধই করে দেন। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে রুদ্রনীল লিখেছেন, ‘মানিকে মাগে হিতে’ সংগীত প্রশিক্ষণ কেন্দ্র।

Share it