নিউজ ওয়েভ ইন্ডিয়া: গুজরাতের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন বিজয় রুপানি। শনিবার তিনি সাংবাদিক বৈঠকে ইস্তফার কথা ঘোষণা করেন। সাংবাদিক বৈঠকের আগে রাজ্যপাল আচার্য দেবব্রতের সঙ্গে দেখা করে তাঁর কাছে পদত্যাগপত্র দেন রুপানি।
I want to thank BJP for giving me this opportunity to serve as Gujarat's CM. During my tenure, I got the opportunity to add to the development of the state under PM Modi's leadership: Vijay Rupani in Gandhinagar pic.twitter.com/O0gz82y3gH
— ANI (@ANI) September 11, 2021
পরে সাংবাদিক বৈঠকে বিদায়ি মুখ্যমন্ত্রী বলেন, “সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব বদলে যায়। এ বার এই দায়িত্ব অন্য কারওকে দেওয়া হবে। আমাকে দল যে দায়িত্ব দেবে, তা পালন করব। নরেন্দ্র মোদীর নেতৃত্বেই বিজেপি গুজরাতে আগামী বিধানসভা ভোটে লড়বে।” প্রসঙ্গত, আগামী বছরই গুজরাতে বিধানসভা ভোট হওয়ার কথা
Gandhinagar: Vijay Rupani submitted his resignation to Governor Acharya Devvrat, from the post of Gujarat's Chief Minister pic.twitter.com/VqavB2jj9h
— ANI (@ANI) September 11, 2021
পরবর্তী মুখ্যমন্ত্রী পদে আর সি ফালড়ু, সি আর পাটিল, বিদায়ী উপমুখ্যমন্ত্রী নিতিন পটেলের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম রুপৌলা এবং মনসুখ মাণ্ডব্যর নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে। রবিবার রাজধানী গাঁধীনগরে বিজেপি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষের উপস্থিতিতে গুজরাত বিজেপি পরিষদীয় দলের বৈঠক হবে। সেখানেই পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।