West Bengal: Man arrested for impersonating ED officer
Share it

তৃণমূল সাংসদ চিকিৎসক শান্তনু সেনকে প্রতারণা করতে গিয়ে পুলিশের জালে ভুয়ো ED অফিসার। ধৃতের নাম চন্দন রায়। ধৃত ব্যক্তি দমদম থানার গোরক্ষবাসী রোডের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে ধর্মতলার বাস টার্মিনাস থেকে চন্দনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চন্দন রায় নামে ওই প্রতারক শান্তনু সেনকে ফোন করে নিজেকে ED অফিসার হিসাবে পরিচয় দেয়। তৃণমূল সাংসদের অভিযোগ, ED সংক্রান্ত বিভিন্ন কাজে শান্তনুকে সাহায্য করবেন বলে অর্থ দাবি করে অভিযুক্ত ব্যক্তি। বিষয়টি যে ভুয়ো সেটি টের পেয়ে লালবাজারে জানান শান্তনু সেন। অভিযোগ পেয়ে তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত চন্দন রায়কে।

পুলিশের দাবি, ধৃত চন্দন নিজেকে ED অফিসার শান্তনু মিত্র বলে পরিচয় দিতেন। এর আগেও বেশ কয়েক জনের সঙ্গে এইভাবে সে প্রতারণা করে টাকাপয়সা হাতিয়েছিল। তার কাছ থেকে একটি ফোন উদ্ধার হয়েছে। ওই ফোনটি খতিয়ে দেখছে পুলিশ। কড়েয়া থানায় বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করে ওই প্রতারকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই।

Share it