একটি শিশুকে বাঁচাতে গিয়ে কুয়োয় পড়ে মর্মান্তিক মৃত্যু হল ৪ জনের। নিখোঁজ আরও ৭ থেকে ৮ জন। তল্লাশি ও উদ্ধারকাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভিদিশা জেলার সদর শহর থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত গঞ্জবাসোদা গ্রামে।
Madhya Pradesh | At least 15 people fall into a well in Ganjbasoda area in Vidisha yesterday. Four people have died, 7-8 people remain missing, search and rescue operation is still underway. pic.twitter.com/rebKmy8OXX
— ANI (@ANI) July 16, 2021
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শিশুটিকে উদ্ধারের সময় কুয়োর পাঁচিল ভেঙে পড়েই এই বিপত্তি। অন্তত ১৫ জন ওই বিশাল কুয়োয় পড়ে যায় বলে সংবাদ সংস্থা ANI জানিয়েছে।
Madhya Pradesh: At least 15 people fall into a well in Ganjbasoda area in Vidisha
"Teams of NDRF & SDRF have left for the incident site from Bhopal. District collector & SP are on the spot. I've directed guardian minister Vishwas Sarang to reach there," says CM SS Chouhan pic.twitter.com/py2luXsvxN
— ANI (@ANI) July 15, 2021
দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে এককালীন পাঁচ লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে এককালীন ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসারও নির্দেশও দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।
Madhya Pradesh: Two persons have lost their lives after falling into a well in Ganjbasoda area in Vidisha
"I pay homage to those who lost their lives in the accident. Rescue work is underway," tweeted MP Chief Minister Shivraj Singh Chouhan pic.twitter.com/oONYJQ6UiW
— ANI (@ANI) July 15, 2021
সেইসঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন শিবরাজ সিং চৌহান। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে যান জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী বিশ্বাস সারাং। তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগও রেখে চলেছেন মুখ্যমন্ত্রী।