Madhya Pradesh At least 15 people fall into a well in Ganjbasoda area in Vidisha yesterday. Four people have died, 7-8 people remain missing, search and rescue operation is still underway.
Share it

একটি শিশুকে বাঁচাতে গিয়ে কুয়োয় পড়ে মর্মান্তিক মৃত্যু হল ৪ জনের। নিখোঁজ আরও ৭ থেকে ৮ জন। তল্লাশি ও উদ্ধারকাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভিদিশা জেলার সদর শহর থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত গঞ্জবাসোদা গ্রামে।


পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শিশুটিকে উদ্ধারের সময় কুয়োর পাঁচিল ভেঙে পড়েই এই বিপত্তি। অন্তত ১৫ জন ওই বিশাল কুয়োয় পড়ে যায় বলে সংবাদ সংস্থা ANI জানিয়েছে।


দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে এককালীন পাঁচ লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে এককালীন ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসারও নির্দেশও দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।


সেইসঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন শিবরাজ সিং চৌহান। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে যান জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী বিশ্বাস সারাং। তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগও রেখে চলেছেন মুখ্যমন্ত্রী।

Share it