জঙ্গি লিংকম্যান সন্দেহে বারাসতের মধুমুরলী এলাকার বাসিন্দা লালু ওরফে রাহুল সেনকে গ্রেফতার করল STF। সামনে আমদানি-রফতানির ব্যবসা, কিন্তু, তার তলায় তলায় জঙ্গিদের সাহায্য! আর লালুর এই কাণ্ডই হতবাক করছে পাড়া প্রতিবেশীদের।
তিন জঙ্গিদের পরিচয় পত্র তৈরি ও টাকা পয়সা হুন্ডির মাধ্যমে দিতে সাহায্য করার অভিযোগ রয়েছে লালু সেন ওরফে রাহুলের বিরুদ্ধে। জানা গেছে, লালু সেন বাংলাদেশে এক্সপোর্ট ইমপোর্টের ব্যবসা করত। তার বাড়িতে তল্লাশি চালিয়ে দুটো ল্যাপটপ, মোবাইল ফোন সহ বহু নথি সংগ্রহ করেছে STF।
লালুর মা সন্ধ্যা সেন জানিয়েছেন, ছেলের কাজকর্মের কথা তিনি কিছুই জানতেন না। তাঁর কথায়, ‘‘ওরা (STF) ঘরে ঢুকে জিনিসপত্র পরীক্ষা করে। তার পর লালুকে গ্রেফতার করে নিয়ে যায়। ঢাকায় ওর শ্বশুরবাড়ি। ও নিজের কাজ নিয়ে আমাদের কিছু বলত না।’’