Covid test
Share it

এবার হোটেলে রাত্রিবাস করতে গেলে লাগবে করোনার দ্বিতীয় টিকা নেওয়ার শংসাপত্র কিংবা আরটি পিসিআর নেগেটিভ প্রমান পত্র। এই মর্মে জেলার সমস্ত দফতরের আধিকারিকদের বার্তা পাঠিয়েছেন জেলাশাসক বিধান রায়।

বেশ কিছু দিন থেকে বীরভূম জেলা জুড়ে করোনা সংক্রমণ কমতে শুরু করেছে। এরই মধ্যে জেলার বিভিন্ন ধর্মীয়স্থান এবং পর্যটন কেন্দ্র খুলে যাওয়ায় জেলার বাইরে থেকে মানুষ ঢুকতে শুরু করেছে। এই পরিস্থিতি বাইরে থেকে আসা মানুষজন করোনা সংক্রমণ ছড়াতে পারে এই আশঙ্কায় চলতি বছরের ৬ জুলাই থেকে জেলার বিভিন্ন প্রান্তে ছয়টি কিয়স্ক পয়েন্ট খুলে শুরু হয়েছে করোনা পরীক্ষা। সেই কিয়স্ক পয়েন্টে করোনা পরীক্ষা করার পর শান্তিনিকেতন, কঙ্কালিতলা এবং তারাপীঠ মন্দিরে ঢোকার ছাড়পত্র মিলছিল। কিন্তু মানুষের ঢল যেভাবে বেড়ে চলেছে তাতে সবার পরীক্ষা করা সম্ভব হচ্ছিল না। তাছাড়া স্বাস্থ্য দফতর অফিস সময়ে ওই কিয়স্ক পয়েন্টে করোনা পরীক্ষা করছিল। ফলে সকালে কিংবা বিকেলে জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র কিংবা ধর্মীয়স্থানে ঢোকা মানুষদের পরীক্ষা হচ্ছিল না। তাই এবার শংসাপত্র নিয়ে হোটেলে থাকার ফতয়া জারি করল জেলা প্রশাসন।

ওই নির্দেশিকায় পরিস্কার বলা হয়েছে হোটেলে থাকতে হলে করোনা দ্বিতীয় টিকার শংসাপত্র সঙ্গে রাখতে হবে। এছাড়া RTPCR পরীক্ষার নেগেটিভ রিপোর্ট সঙ্গে আনতে হবে। সেই রিপোর্টের প্রতিলিপি জমা দিতে হবে হোটেলে। সেই সঙ্গে হোটেল মালিকদের সতর্ক করে জানিয়ে দেওয়া হয়েছে করোনা শংসাপত্র ছাড়া যেন কাউকে ঘর দেওয়া না হয়।

বিধান রায় বলেন, “জেলায় যাতে নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে না পড়ে তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনের সমস্ত দফতরে এই মর্মে বার্তা পাঠানো হয়েছে। আমরা সকলে মিলে প্রশাসনের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে জেলা থেকে করোনা নির্মূল করা যাবে”।

Share it