নিউজ ওয়েভ ইন্ডিয়া: দীপাবলি ও ছটপুজোয় বাজি পোড়ানো যাবে। তবে তা নির্দিষ্ট সময়ের জন্য। বুধবার এমনই শর্তে বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। ওই দিনগুলোতে বাজি পোড়ানো যাবে মাত্র ২ ঘণ্টা। পাশাপাশি বড়দিন ও বর্ষবরণের রাতে ৩৫ মিনিট করে বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে পর্ষদ।
গত বছর দীপাবলির সময় করোনা অতিমারীর দাপট অনেক বেশি ছিল। পোড়ানো বাজির ধোঁয়ায় রোগীদের শারীরিক অসুস্থতা আরও বাড়ার আশঙ্কা ছিল। যার জেরেই বাজি পোড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাই কোর্ট। এবার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। তাই এবার শর্তসাপেক্ষে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অনুমতি মিলেছে।
যদিও বাজি পোড়ানোয় নিষিধাজ্ঞা জারির আর্জি জানিয়ে ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সে মামলার রায় এখনও দেয়নি কলকাতা হাই কোর্ট। সেই রায় কী হয়, সেদিকে তাকিয়ে রয়েছে রাজ্য সরকার।