Supreme Court on Pegasus
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: গত কয়েক মাস ধরে দেশজুড়ে বিতর্কের ঝড় তুলেছে পেগাসাস আড়িপাতা কাণ্ড। বিরোধীদের তোপের মুখে বারবার পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে আড়িপাতা কাণ্ডের অভিযোগ অস্বীকার করেছিল কেন্দ্র। এবার এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের জন্য কমিটি গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।


বুধবার কেন্দ্রের তরফে যে জবাব দেওয়া হয়েছে, তাতে সন্তুষ্ট নয় শীর্ষ আদালত। এর জেরেই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সুপ্রিম কোর্ট। কমিটিতে থাকছেন এক জন অবসরপ্রাপ্ত বিচারপতি সহ ২ জন সাইবার বিশেষজ্ঞ। এই কমিটির শীর্ষে থাকছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আর ভি রবীন্দ্রন, আলোক যোশী, সন্দীপ ওবেরয়। ২ মাস পর শুনানি হবে।


এর আগে পেগাসাস কাণ্ডে পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। অগাস্ট মাসে সেই মামলার প্রথম শুনানি হয়। সেই সময় সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে কেন্দ্রের তরফে দাবি করা হয়, ভিত্তিহীন মিডিয়া রিপোর্টের উপর নির্ভর করেই পেগাসাস নিয়ে বহু মন্তব্য করা হচ্ছে।

Share it