Agni V DRDO
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: Agni-V ব্যালেস্টিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল। প্রায় ৫ হাজার কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম এই মিসাইল। সেইসঙ্গে পারমাণবিক অস্ত্রবহনেও সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি। ফলে এবার ভারতের এই মিসাইলের আওতায় চলে এল চিনের রাজধানী বেজিং।


ওড়িশার আবদুল কালাম ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে বুধবার এই মিসাইলটি পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়৷ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO।

DRDO জানিয়েছে, Agni-V-এর নেভিগেশন সিস্টেম অনেক বেশি অত্যাধুনিক ও কার্যকরী৷ Ring Inertial Navigation System বা RINS এবং Micro Navigation System বা MINS দু’ধরনের নেভিগেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে এতে৷ সর্বোচ্চ ১ হাজার ৫০০কিলোগ্রাম পারমাণবিক বোমা বহন করতে পারে এই মিসাইলটি। এর রক্ষণাবেক্ষণের খরচও অনেক কম৷

Share it