নিউজ ওয়েভ ইন্ডিয়া: Agni-V ব্যালেস্টিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল। প্রায় ৫ হাজার কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম এই মিসাইল। সেইসঙ্গে পারমাণবিক অস্ত্রবহনেও সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি। ফলে এবার ভারতের এই মিসাইলের আওতায় চলে এল চিনের রাজধানী বেজিং।
India successfully test-fires #Agni-V ballistic missile off the coast of Odisha. The surface-to-surface missile is capable of striking adversaries at ranges upto 5,000 kms with high precision. Congratulate @DRDO_India for continuously bolstering India’s deterrence capabilities. https://t.co/VQGYutJFfb
— Dharmendra Pradhan (@dpradhanbjp) October 27, 2021
ওড়িশার আবদুল কালাম ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে বুধবার এই মিসাইলটি পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়৷ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO।
DRDO জানিয়েছে, Agni-V-এর নেভিগেশন সিস্টেম অনেক বেশি অত্যাধুনিক ও কার্যকরী৷ Ring Inertial Navigation System বা RINS এবং Micro Navigation System বা MINS দু’ধরনের নেভিগেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে এতে৷ সর্বোচ্চ ১ হাজার ৫০০কিলোগ্রাম পারমাণবিক বোমা বহন করতে পারে এই মিসাইলটি। এর রক্ষণাবেক্ষণের খরচও অনেক কম৷