নিউজ ওয়েভ ইন্ডিয়া: লোকসভা নির্বাচনের আগে সুখবর। বেতন বাড়ছে আশাকর্মী (ASHA), অঙ্গনওয়াডি ও ICDS হেলপারদের। বুধবার সকাল ১০টা নাগাদ ফেসবুক লাইভে এক্ষেত্রে বেতন বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বাড়ানো হচ্ছে ৭৫০ টাকা করে। পাশাপাশি অঙ্গনওয়াড়ির হেল্পারদের মাসিক বেতন বাড়ানো হচ্ছে ৫০০ টাকা করে। বর্ধিত বেতন কার্যকর করা হবে এপ্রিল মাস থেকে।”
মুখ্যমন্ত্রীর কথায়, “বাংলার মানুষের সুখ-দুঃখের খেয়াল রাখা, তাঁদের হিতার্থে দিবারাত্রি কাজ করে যাওয়ার জন্য আমি এবং আমার জনদরদি মা-মাটি-মানুষের সরকার সদা সচেষ্ট। আমাদের গর্ব, সমাজের দিশা – আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি করা হল। আমি আমৃত্যু এইভাবেই আপনাদের জন্য কাজ করে যাব। আপনারা ভালো থাকলেই, আমার ভালো থাকা।”