ব্রিগেডের জনগর্জন সভা নিয়ে কালনা শহর তৃণমূল যুব কংগ্রেসের প্রস্তুতি সভার কিছু মুহূর্ত
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া : উদ্দেশ্য ব্রিগেডে শাসকদলের ১০ মার্চের ‘জনগর্জন সভা’ সফল করা। তাই ওই সভায় সবাইকে যোগদানের আহ্বান জানিয়ে কালনা শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সারা হল প্রস্তুতি অনুষ্ঠিত।

রবিবারের ওই সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, পূর্ব বর্ধমান জেলা INTTUC এর সভাপতি সন্দীপ বসু মহাশয়, কালনা পৌরসভার উপ-পৌরপতি তপন পোড়েল, কালনা পৌরসভার কাউন্সিলর রীনা ব্যানার্জী, কালনা শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌরভ হালদার সহ কালনা শহর তৃণমূল যুব কংগ্রেসের সকল ওয়ার্ড স্তরের নেতা ও কর্মীরা।

Share it