শ্রীধর মিত্র : অখিল ভারতীয় কংগ্রেসের অন্যতম সংসদ সদস্য প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ঘোষণা করে দিলেন বঙ্গে আসন সমঝোতা নিয়ে সিপিএমের সঙ্গে তিনি আলাপ-আলোচনা আরম্ভ করে দিয়েছেন। বহরমপুরে অধীরবাবু বলেছেন বঙ্গে সিপিএমের সাধারণ সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে কথা শুরু করেছি। কারণ বাংলায় আমরা বামেদের সঙ্গে জোট করে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চাই।
আসন সমঝোতা নিয়ে প্রদেশ কংগ্রেস এবং সিপিএম মুখোমুখি বসে আলোচনা করবে, এমনটা অবশ্য প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অধীরবাবু সাংবাদিকদের জানাননি। উল্লেখ্য যে সিপিএমের সঙ্গে জোট করে ২০১৯-এর সপ্তদশ লোকসভায় তাদের গড় বলে পরিচিত মুর্শিদাবাদ ও দক্ষিণ মালদা আসন ছাড়া কোনও আসনে সুবিধা করতে পারেনি। ২০২১ সালে বংলার বিধানসভা ভোটে সিপিএম তথা বামেদের সঙ্গে জোট করে উভয় দলই খাতা খুলতে পারেনি, শুধুমাত্র বিরোধী দল হিসেবে আইএসএফ শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড় আসন রক্ষা করেছিল মাত্র। তাই শাসক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তোপ দেগেছেন ওদের আসন সমঝোতার কোনও গুরুত্ব নেই। অধীরবাবু তাঁর নিজের আসন আগে বাঁচান, আর সিপিএম নিজেদের জমানত বাঁচাক।
গত শুক্রবার প্রবীণ কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ দাবি করেছিলেন যে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে কথাবার্তা চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ও বিজেপিকে পরাস্ত করতে চান। তৃণমূল সুপ্রিমো যেখানে বিজেপি-কে হারাতে চাইছেন, সেখানে তৃণমূলের অন্যান্য নেতানেত্রীরা কি বলছেন তাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই।
এদিকে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সঙ্গে আলাপ আলোচনা চলছে এমন কোনও খবর তার কাছে নেই বলে কংগ্রেসেরই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী দাবি করেছেন। এও বলেছেন জয়রাম রমেশ কেন এই কথা বলেছেন তাও আমার জানা নেই। আমি প্রদেশ কংগ্রেসের সভাপতি আমার অগোচরে যদি কিছু হয়ে থাকে তাহলে আমরা তা আমার তা জানার কথা নয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে তারা বঙ্গে ৪২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। যদিও তৃণমূল সুপ্রিমো তথা বঙ্গের লড়াকু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে বলেননি যে, তিনি বিরোধী ইন্ডিয়া জোটে থাকবেন না।
আবার অধীরের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল পক্ষ থেকে বলা হচ্ছে অধীর বিজেপির দালালি করছেন সংখ্যালঘু ভোট, সিবিআই, ইডি নিয়ে অধীরের কথার কোনও দাম নেই। তিনি বিজেপির হয়ে বিভ্রান্তি ছড়াতে চাইছেন। ইন্ডিয়া জোট নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর অবস্থান স্পষ্ট ভাবে ব্যাখ্যা করেছেন। ইতিমধ্যেই দিল্লি, পাঞ্জাব, উত্তরপ্রদেশে স্থানীয়ভাবে রাজনৈতিক ভিত্তিতে জোট আসন সমঝোতা হচ্ছে। এ বঙ্গের রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী জোট হবে।
প্রদেশ সূত্রের খবর, প্রদেশ সভাপতি প্রথমে নির্বাচনী কমিটির বৈঠক করতে চাইছেন। ওই বৈঠকে তারা কত আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তার করবেন তা নিয়ে নির্বাচনী কমিটির সঙ্গে বসে আলাপ আলোচনা করে তারপরে সিপিএম নেতাদের সঙ্গে কথা বলতে চান বলে সূত্রের খবর।