দলের জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়
Share it

খেলা হয়েছে। দেখা হয়েছে। জেতাও হয়েছে। এবার ঘর গোছানোর পালা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার নীলবাড়িতে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ের পরেই সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে প্রশাসনের আশু কর্তব্যের পথও নির্দিষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী। সোমবার দুপুরেই জয়ী প্রার্থীদের নিয়ে জরুরি বৈঠকে বসছেন তিনি। দুপুর ৩টে নাগাদ তৃণমূল ভবনে ওই বৈঠক হবে।


সূত্রের খবর, সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে কথা বলতে পারেন দলের জয়ী বিধায়কদের সঙ্গে। তারপর সন্ধে ৭টা নাগাদ রাজ্যপালের সঙ্গে দেখা করতে মমতা যাবেন রাজভবনে। রবিবারই টুইট করে সন্ধ্যায় তৃণমূল নেত্রীকে সাক্ষাতের আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

২০২১-এ রাজ্যের প্রায় সব প্রান্ত থেকেই সবুজ সুনামি উঠেছে। ২০১৬ বিধানসভা নির্বাচনের ফলাফলের রেকর্ডও ভেঙে দিয়েছে ২০২১। ২৯২ আসনের মধ্যে ২১৪টি আসনেই জোড়াফুল ফুটেছে। বাকি দুই আসনে ভোট এখনও বাকি। ১৬ মে নির্বাচন হবে আসন দুটিতে। ইতিমধ্যেই সম্ভাব্য মন্ত্রিসভার ছক সাজিয়ে ফেলেছেন তৃণমূল নেত্রী। এবার সকলের সঙ্গে তা আলোচনা করে নেওয়ার পালা। সূত্রের খবর, আগের দু’বারের মতো এবারও মমতা মন্ত্রিসভায় গুরুত্ব পেতে পারেন বিদায়ী মন্ত্রীরা। পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসদের পাশাপাশি জয়ী তারকা প্র্রার্থীদেরও একটা ভূমিকা থাকতে পারে নয়া ক্যাবিনেটে।

রবিবার সন্ধ্যায় জয়ের পর সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কোনও বিজয় উৎসব হবে না এবার। তারবদলে কোভিড মোকাবিলায় সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। সেটাই হবে অগ্রাধিকার। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে ব্রিগেডে হবে বিজয় সমাবেশ। শপথগ্রহণ অনুষ্ঠানও এবার কোভিডের কারণে সংক্ষিপ্ত হবে বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন মন্ত্রিসভার শপথে দিনক্ষণ এখনও তিনি স্থির করেননি। জানিয়েছিলেন, দলের সঙ্গে আলোচনা করে তা ঠিক হবে।

Share it