বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এগোচ্ছে ভোটগণনা। আর ততই এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিভিন্ন প্রান্তে জয়ের ছবি স্পষ্ট হচ্ছে জোড়াফুল শিবিরের। তৃণমূলের জয় স্পষ্ট হতেই উচ্ছ্বাসের বাঁধ ভেঙেছে রাজ্যের বিভিন্ন জায়গা সহ কালীঘাটেও।
#WATCH TMC supporters celebrate at Kalighat, Kolkata as party leads on 202 seats as per official trends#WestBengalElections2021 pic.twitter.com/iiOyPhf8be
— ANI (@ANI) May 2, 2021
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেছেন দলের কর্মী-সমর্থকরা। বিজয় মিছিল করা যাবে না বলে নির্বাচন কমিশনের নির্দেশ থাকলেও অধিকাংশ জায়গাতেই তা মানা হচ্ছে না। রাস্তার উপরই আবির খেলা শুরু হয়েছে। কোথাও বাজছে ‘খেলা হবে’ ডিজে। কোথাও ঢাক ঢোল বাজিয়ে জয়ধ্বনি শোনা যাচ্ছে দলের নামে।
#WATCH | Celebrations by TMC supporters begin in Asansol as official trends show the party leading on 202 seats so far. The Election Commission has banned any victory procession amid the #COVID19 situation in the country.#WestBengalElections2021 pic.twitter.com/2sEtXI7mF6
— ANI (@ANI) May 2, 2021
শহরে কোভিড সতর্কতা জারি থাকায় কালীঘাটে মমতার বাড়ির কাছাকাছি কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। সমর্থকদের ভিড় জমতে শুরু করলেও কালীঘাট রোডের সামনেই আটকে দেওয়া হয় সকলকে। সকলের মুখেই ছিল ‘জয় বাংলা’, ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ ধ্বনি।
Official trends for 284 seats | Trinamool Congress leading on 202 seats, BJP leading on 77
TMC supporters celebrate in Kolkata as party leads on 202 seats#WestBengalElections2021 pic.twitter.com/GdngGlijcW
— ANI (@ANI) May 2, 2021
এগিয়ে থাকার প্রবণতায় ২০০ আসন পার করলেও মমতা বা অভিষেক বন্দ্যোপাধ্যায় অথবা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এ নিয়ে কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত দেননি। তবে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, “উত্তরপ্রদেশ, বিহারের মতো জাতপাত, ধর্মের নিরিখে ভোট হয় না বাংলায়। আমরা কাজ করেছি। মানুষ তাঁদের মতামত দিয়েছেন।”
Once again, I'm humbled by the love that people of entire Port Constituency & all of Bengal have showered upon me
It only shows that if you serve people with dedication, you will receive their love & support in manifolds
I only have my leader @MamataOfficial to give all credit to— FIRHAD HAKIM (@FirhadHakim) May 2, 2021
দলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন টুইটারে লেখেন, ‘মোদী, শাহ, BJP, CBI, ED, নির্বাচন কমিশন, গোদী মিডিয়া, বিশ্বাসঘাতকদের প্রবল প্রতাপ দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কর্মী এবং বাংলার মানুষের সামনে কাজে এল না।’
MO+SHA +🚩BJP🚩+ CBI 🕵️♀️ + ED 🔎+ EC 🗳️ + GODI MEDIA 📺 + TRAITORS + 💵💰 < DIDI + AB + TMC WORKERS + BENGAL
We will win over #Covid as well, for WE CARE for people
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) May 2, 2021
ইতিমধ্যেই তৃণমূলের জয়ের সম্ভাবনা প্রকট হওয়ায় জাতীয় স্তরের রাজনৈতিক ব্যক্তিত্বরা প্রতিক্রিয়া ও অভিনন্দন জানাতে শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায়।
Congratulations @MamataOfficial didi for landslide victory. What a fight!
Congratulations to the people of WB
— Arvind Kejriwal (@ArvindKejriwal) May 2, 2021