রাজ্যে রবিবাসরীয় বিকেল উত্তপ্ত থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হলদিয়া সফর ঘিরে। হলদিয়ায় রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার একটি অনুষ্ঠানে হাজির থাকবেন তিনি। তার আগে হলদিয়াতেই একটি রাজনৈতিক সভা করার কথা প্রধানমন্ত্রীর। তবে সূত্রের খবর, এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত থাকলেও উপস্থিত থাকবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Assam: Prime Minister Narendra Modi at a programme in Dhekiajuli of Sonitpur district. He will launch the ‘Asom Mala’ programme shortly. pic.twitter.com/Bj5ocHG6UW
— ANI (@ANI) February 7, 2021
যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনিয়ে কোনও উচ্চবাচ্য করেননি। কোনও বার্তা দেওয়া হয়নি তাঁর দফতরের তরফেও। রাজনৈতিক মহলের একাংশের অবশ্য দাবি, কোনওরকম অস্বস্তিকর পরিস্থিতি এড়াতেই মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারি অনুষ্ঠানে হাজির থাকবেন না। কেননা, এর আগে ২৩ জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘটা অনভিপ্রেত ঘঠনার পুনরাবৃত্তি চাইছে না রাজ্য সরকার।
Assam: Prime Minister Narendra Modi launches the ‘Asom Mala’ programme in Dhekiajuli of Sonitpur district.
This initiative will boost the state’s road infrastructure and contribute to Assam’s economic progress and improve connectivity. pic.twitter.com/tkK29swexX
— ANI (@ANI) February 7, 2021
এবার একনজরে দেখে নেওয়া যাক রবিবার প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও অরাজনৈতিক কর্মসূচিগুলি। দুপুর ৩টে ১০ মিনিটে কলকাতায় নামবে প্রধানমন্ত্রীর বিশেষ বিমান। সেখান থেকে হেলিকপ্টারে হলদিয়া যাবেন মোদী। প্রথমে হলদিয়া হেলিপ্যাড মাঠে রাজনৈতিক সভায় বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী। এরপর পেট্রোলিয়াম মন্ত্রকের অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী। সেখানে BPCL-এর LPG টার্মিনালের উদ্বোধন করবেন তিনি। শুভ সূচনা করবেন ধোবি-দুর্গাপুর প্রাকৃতিক গ্যাস লাইনেরও।
Northeast is heading on the road of development and Assam is playing a significant role in it. Assam is an example of how collective efforts yield good results: Prime Minister Narendra Modi in Assam's Sonitpur pic.twitter.com/HluIkPRGai
— ANI (@ANI) February 7, 2021
হলদিয়ার রানিচকে একটি রেল ওভারব্রিজের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর। সন্ধ্যায় হলদিয়া থেকে হেলিকপ্টারে কলকাতা ফিরে আসবেন তিনি। রাতেই বিশেষ বিমানে দিল্লি উড়ে যাবেন নরেন্দ্র মোদী।