দিল্লি সীমানায় কৃষকদের চাক্কা জ্যাম
Share it

কৃষকদের ডাকা ‘চাক্কা জ্যাম’ শুরু হয়েছে দেশজুড়ে। ‘চাক্কা জ্যাম’ কর্মসূচিকে ঘিরে সতর্ক দিল্লি পুলিশ। এই কর্মসূচি ঘিরে যাতে কোনও রকম হিংসা না ছড়ায়, সে দিকে লক্ষ্য রাখতে কসুর করছে না পুলিশ প্রশাসন। দিল্লির উপকণ্ঠে ৫০ হাজার পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকায় রয়েছে পর্যাপ্ত জলকামানও। দিল্লির বিভিন্ন সীমান্ত ঘেরাও করা হয়েছে ব্যারিকেড ও কাঁটাতারে। নিরাপত্তা জোরদার করা হয়েছে লালকেল্লাতেও।


দেশজুড়ে বেলা ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত শান্তিপূর্ণভাবে সমস্ত জাতীয় এবং রাজ্য সড়কে এই অবরোধ কর্মসূচি চলছে। ২৬ জানুয়ারি লালকেল্লায় যে হিংসার ঘটনা ঘটেছে, তার পুনরাবৃত্তি চাইছে না দিল্লি পুলিশ। তাই উত্তেজনার পারদ চড়লেও তা নিয়ন্ত্রণে রাখতে চাইছে প্রশাসন। অপরদিকে ‘চাক্কা জ্যাম’ কর্মসূচি যাতে শান্তিপূর্ণ হয়, তার জন্য উদ্যোগী হয়েছে সংযুক্ত কিষান মোর্চাও।


দিল্লি পুলিশ প্রশাসনের তরফে জানা গেছে, মোট ১২টি মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় হাই-অ্যালার্ট জারি করা হয়েছে। ওইসব মেট্রো স্টেশনের প্রতিটি গেটে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। আন্দোলন স্থলে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।


এই অবরোধ কর্মসূচির আওতা থেকে অ্যাম্বুল্যান্স-সহ সব জরুরি পরিষেবাকে ছাড় দেওয়া হয়েছে। দিল্লির আন্দোলনস্থলে আগে থেকেই অবরোধ চালু থাকায় নতুন করে চাক্কা জ্যাম হচ্ছে না বলে জানিয়েছেন, ভারতীয় কিষান সংগঠনের সভাপতি রাকেশ তিকায়েত। তিনি জানান, কেন্দ্রের তরফে আলোচনার আহ্বান জানানো হলে দিল্লির কেন্দ্রস্থলে যেতে হতে পারে। তাই, দিল্লির গুরুত্বপূর্ণ সড়কগুলি খালি রাখা হচ্ছে।

Share it