কেশপুরে খুন তৃণমূল কর্মী
Share it

দ্বিতীয় দফার ভোটের আগেও রক্ত ঝরল রাজ্যে। কেশপুরে কুপিয়ে খুন করা হয়েছে তৃণমূল কর্মীকে। মৃত ব্যক্তির নাম উত্তম দোলুই(৪০)। তাঁর বাড়ি কেশপুরের 4 নম্বর অঞ্চলের হরিহরচক এলাকায়। তৃণমূলের অভিযোগ, বুধবার রাতে উত্তম দোলুই নিজের বাড়িতে বসে যখন খাচ্ছিলেন, সেই সময়ে অতর্কিতভাবে BJP-এর লোকজন তার ওপর হামলা চালায়। যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP।


তৃণমূলের অভিযোগ, ছুরি নিয়ে পেটে আঘাত করা হয়েছিল তাঁকে। রাতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কেশপুর গ্রামীণ হাসপাতাল,পরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে উত্তম দোলাইকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনার জেরে উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়।

ঘটনায় এখনও পর্যন্ত জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মৃত উত্তম দোলুই কেশপুরের 4 নম্বর গোলাড় অঞ্চলের দাদপুরে তৃণমূল কংগ্রেস কর্মী উত্তম দোলুই। উল্লেখ্য, প্রথম দফার ভোট শুরুর দিন পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়িতে এক BJP কর্মী খুন হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। দ্বিতীয় দফাতেও রক্ত ঝরল কেশপুরে।

Share it