নজরকাড়া বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদের ভোটে কি ঘটতে চলেছে কি কোন নাশকতা? সেই অশনি সংকেতই এখন ঘুরপাক খাচ্ছে আকাশে বাতাসে। সম্প্রতি এই মুর্শিদাবাদের নিমতিতা স্টেশন এলাকায় রাজ্যের শ্রমদপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেনের ওপর প্রাণঘাতী IED বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই রেশ কাটতে না কাটতেই রেড অ্যালার্টে থাকা ইন্দো-বাংলা সীমান্তবর্তী মুর্শিদাবাদের পাশাপাশি দুই জোড়া থানা এলাকায় বিপুল তাজা বোমা সহ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল মঙ্গলবার।
সূত্র্রের খবর, প্রথম ঘটনাটি ঘটে নওদার গোঘাটায়। সেখানে পুলিশ ব্যাগভর্তি বোমা উদ্ধার করেছে। বাসস্ট্যান্ড থেকে কিছুটা দূরে একটা ঝোপের মধ্যে ব্যাগটি পড়েছিল। অন্যদিকে পার্শ্ববর্তী রেজিনগর থানা এলাকা থেকে ২০ কেজি বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। ওই ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
স্থানীয়় সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন জায়গাতে অভিযান চালানো হয়, গোঘাটা বাসস্ট্যান্ড থেকে কিছুটা দূরে বোমাভর্তি ব্যাগটি দেখতে পেয়ে পুলিসকে খবর দেন এলাকার লোকজন। নওদা থানার পুলিশ ব্যাগ থেকে ১০টি শক্তিশালী তাজা সকেট বোমা উদ্ধার করেছে। সেগুলির নিষ্ক্রিয় করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, কে বা কারা বোমাগুলি রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে বোমা উদ্ধার ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। BJP-এর জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষের অভিযোগ, শাসকদলের মদতেই জেলার বিভিন্ন জায়গায় বোমার কারখানা তৈরি হচ্ছে। তৃণমূল নেতা অশোক দাস বলেন, BJP বোমা ও পিস্তলের উপর নির্ভর করে রাজনীতি করে। এই জেলায় তাদের সংগঠন নেই। সেই কারণেই বোমা ও অস্ত্র মজুত করছে।”