সাতসকালেই ভোট দিলেন নন্দীগ্রামের হেভিওয়েট BJP প্রার্থী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের নন্দনায়েকবাড়ের ৭৬ নং বুথে গিয়ে ভোট দিয়েছেন তিনি।
I appeal to people to come out in large numbers to cast their vote as the whole country is looking at Nandigram. People are waiting to see if development or politics of appeasement will win here: Bharatiya Janata Party's Nandigram candidate, Suvendu Adhikari #WestBengalElections pic.twitter.com/rc6paGKSln
— ANI (@ANI) April 1, 2021
ভোট দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, “ভোটারদের অনুরোধ করব শান্তিতে ভোট দিন।” তিনি দাবি করেন, “এই নির্বাচন নিয়ে তিনি আত্মবিশ্বাসী। তাঁর কথায়, নন্দীগ্রামের মানুষের উপরে বিশ্বাস আছে। উন্নয়ন জিতবে, তোষণ পরাস্ত হবে।”
West Bengal: Bharatiya Janata Party's Nandigram candidate Suvendu Adhikari on his way to a polling booth in the assembly constituency
"Voting is underway, the situation is under control. People are hoping for development," he says. pic.twitter.com/1Ke6xwzrVn
— ANI (@ANI) April 1, 2021
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ নন্দনায়েকবাড়ের ওই ভোটকেন্দ্র পৌঁছান BJP প্রার্থী। এক দলীয় কর্মীর বাইকে চেপে ভোট দিতে আসেন তিনি। তাঁর নিরাপত্তারক্ষীরাও আসেন বাইকে চেপেই। শুভেন্দুর পরনে ছিল সাদা পাজামা-পাঞ্জাবি। গলায় গেরুয়া উত্তরীয়। BJP প্রার্থী পৌঁছাতেই ওই ভোটকেন্দ্রের আশেপাশে জড়ো হন প্রচুর মানুষ। ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে থাকেন তাঁরা।
ভোট দিয়ে বেরিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দিতে কটাক্ষের সুরে তাঁর উপদেশ, “৬৬ বছর, আন্টি। আন্টি কো থোড়া শান্ত র্যাহনা চাহইয়ে। সংযত থাকতে হবে তাঁকে। গুন্ডাগিরি করা চলবে না।”