মমতা বন্দ্যোপাধ্যায়
Share it

‘আমি আমার জেতা নিয়ে চিন্তিত নই। আমি নন্দীগ্রামে জিতবই মা-মাটি-মানুষের আশীর্বাদ নিয়ে, কিন্তু আমি চিন্তিত গণতন্ত্র নিয়ে।’ নন্দীগ্রামের বয়ালের বুথ থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠকে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


আত্মবিশ্বাসের সুরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বললেন, ‘নন্দীগ্রামে আমিই জিতব। ৯০ শতাংশ ভোট তৃণমূল পাবে।’ এরপরেই অমিত শাহকে আক্রমণ করে বলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে এসব করা হচ্ছে। BJP-র বহিরাগত কয়েকটা লোক এসব করছে। নির্বাচন কমিশন চুপ করে বসে আছে। নির্বাচন কমিশনকে বলব, দয়া করে নিরপেক্ষ হন।’


নন্দীগ্রামের বয়ালে বেনজির পরিস্থিতির মুখে পড়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। BJP-এর বিরুদ্ধে তৃণমূল এজেন্টকে মেরে বের করে দেওয়ার অভিযোগ পেয়েছিলেন তিনি। দুপুর ১.৪০ মিনিট নাগাদ রেয়াপাড়ার বাড়ি থেকে বেরিয়ে বয়ালের ৭ নং বুথে যান মমতা। তারপরই বেড়ে যায় উত্তেজনা। বুথের বাইরে তৃণমূল ও BJP দু-পক্ষের মধ্যে বচসা ও শুরু হয়ে যায়। এই পরিস্থিতিতে বুথের ভেতরেই ২ ঘণ্টারও বেশি সময় আটকে থাকতে হয় তাঁকে। পরে নন্দীগ্রাম থানার দায়িত্বপ্রাপ্ত IPS অফিসার নগেন্দ্রনাথ ত্রিপাঠী ও অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছে বের করে নিয়ে আসা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে।


তৃণমূল নেত্রী সেখান থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর বয়ালের উত্তেজনাপ্রবণ বুথে হাজির হন BJP প্রার্থী শুভেন্দু অধিকারী। সেখানে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের শুভেন্দু অধিকারী জানান, “মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নির্বাচন হেরে বসে আছেন। তাই তিনি ভিত্তিহীন সব অভিযোগ তুলছেন।”

Share it