নিউজ ওয়েভ ইন্ডিয়া: গভীর রাত থেকে টানা প্রবল বৃষ্টি চলছে সোমবার বেলাতেও। সঙ্গে ভোররাতে বজ্রপাত। টানা প্রায় ১২ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন তিলোত্তমা। জমা জলে যানবাহনের গতি শ্লথ হয়েছে। সপ্তাহের প্রথম দিনেই ব্যাপক দুর্ভোগে পড়েছেন অফিসযাত্রী সাধারণ মানুষ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের পাশাপাশি দক্ষিণবঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। আর এর জেরেই বেড়েছে বৃষ্টির দাপট। আবহাওয়া দফতরের পূর্বাভাস আরও কয়েক ঘণ্টা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টিপাত।
এক টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে মধ্য এবং উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকা। পাতিপুকুর, উল্টোডাঙা, কাঁকুরগাছি আন্ডারপাস জলের তলায়। সেন্ট্রাল অ্যাভিনিউ এবং তার পার্শ্ববর্তী রাস্তায় জল জমেছে। জলের তলায় মহাত্মা গাঁধী রোডও। কলেজ স্ট্রিট, আর্মহার্স্ট স্ট্রিট, মুক্তারামবাবু স্ট্রিটও জলমগ্ন। জল জমেছে সল্টলেকেও। দক্ষিণ কলকাতার বেশ কিছু এলাকাও জলমগ্ন। সাদার্ন অ্যাভিনিউ, হাঙ্গার ফোর্ড স্ট্রিটে জল জমেছে। টালিগঞ্জ থেকে গড়িয়া যাওয়ার রাস্তাও জলে ডুবে রয়েছে। বৃষ্টিতে বেহাল অবস্থা বেহালারও।