Suvendu Adhikari
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: আসন্ন রাজ্যসভার ভোটে BJP-এর তরফে প্রার্থী দেওয়া হবে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার টুইট করে একথা জানিয়েছেন। আগামী ৪ অক্টোবর মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া আসনে রাজ্যসভার নির্বাচন হবে। ওই আসনে সুস্মিতা দেবকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। সোমবারই তার মনোনয়ন জমা দিয়েছেন সুস্মিতা দেব।


সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট বার্তায় লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে না BJP। নির্বাচনের ফলাফল কী হতে চলেছে তা স্পষ্ট। বরং নির্বাচনে পরাজিত একজন মুখ্যমন্ত্রী যাতে উপ নির্বাচনে জয়ী হতে না পারেন, আমরা সে দিকে মন দিতে চাই।’

গত মাসে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন প্রয়াত কংগ্রেস নেতা সন্তোষমোহন দেবের মেয়ে সুস্মিতা দেব। তাঁকেই রাজ্যসভায় মনোনয়ন দেওয়া হয়েছে দলের তরফে। অপরদিকে, ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে বিধানসভার উপনির্বাচন। নির্বাচিত মুখ্যমন্ত্রী হওয়ার জন্য প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। BJP-র তরফে সেই আসনে প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে প্রার্থী করা হয়েছে।

Share it