Rainy day in the city
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ওড়িশা উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ। যা আরও গভীর হয়ে সোমবার সকালেই চাঁদাবালির কাছে স্থলভাগে আছড়ে পড়েছে। এর প্রভাবে সপ্তাহের শুরুতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাসমতোই সোমবার সকাল থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টিপাত। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, উপকূলবর্তী জেলাগুলিতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আরও একটি নিম্নচাপ অক্ষরেখা রাজস্থান ও গুজরাট এলাকায় বিস্তৃত রয়েছে। এই জোড়া নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ সহ পূর্বভারতের বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সপ্তাহজুড়ে। এদিকে দিঘা উপকূলে ইতিমধ্যেই সমুদ্রে জলোচ্ছ্বাস বেড়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। সমুদ্র উপকূলজুড়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার বিকেলের পর থেকে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। অন্যদিকে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলা অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে।

Share it