All India Legal Aid Forum
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: “আফগানস্তান নিয়ে আমরা উদ্বিগ্ন। যেভাবে একটি সরকারের নামে অভ্যুথান করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। সব থেকে অসহায় অবস্থা সেখানকার নারী শিশুদের।” রবিবার বিকেলে তারাপীঠ সংলগ্ন একটি হোটেলে সম্বর্ধনা সভায় এই উদ্বেগ প্রকাশ করেন অল ইন্ডিয়া লিগ্যাল এইডের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জয়দীপ মুখোপাধ্যায়।

তারাপীঠ তপোবন আশ্রমিক সংগঠনের উদ্যোগে রবিবার বিকেলে একটি গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জুরিস্টের চেয়ারপার্সন অদ্রিশ চন্দ্র আগরওয়াল, অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখোপাধ্যায়, সমাজসেবী দীপ মজুমাদার, সংস্থার কর্ণধার গুরুজি বিনয় মহারাজ, রামপুরহাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পান্থ দাস। অনুষ্ঠানে কোভিড যোদ্ধাদের সম্বর্ধনা জানান হয়। বক্তব্য রাখতে গিয়ে জয়দীপবাবু বলেন, “আমরা আন্তর্জাতিক স্তরে কাজ করি। ফলে আফগানস্তানের এই অভ্যুথানে আমরা উদ্বিগ্ন। আমরা আন্তর্জাতিকস্তরে এর মোকাবিলা করার জন্য সচেষ্ট হয়েছি। বিষয়টি দেখছেন অদ্রিশ চন্দ্র আগরওয়াল। উনার সঙ্গে আফগানস্তানের প্রধান বিচারপতির সুসম্পর্ক রয়েছে। উনি আলোচনা চালিয়ে যাচ্ছেন। আগামী দিনে আফাগানস্তানের নারী ও শিশুদের স্বাধীনতার জন্য সচেষ্ট থাকবে।”

অদ্রিশ আগরওয়াল বলেন, “করোনা মহামারি থেকে বাঁচতে আমাদের নিয়মকানুন মেনে চলতে হবে। বাড়ির বাইরে বের হলেই মাস্ক পড়তে হবে।”

Share it