UP Rape
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: স্কুলে চাকরির ইন্টারভিও দিতে গিয়ে আর বাড়ি ফেরা হল না জাতীয় স্তরের খো খো খেলোয়াড় দলিত যুবতির। বাড়ি কাছেই রেল লাইনের পাশে মিলল রক্তাক্ত মৃতদেহ। ঘটনাটি ঘটেছে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের বিজনোরে। অনেক সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় খোঁজ শুরু হয় তাঁর। তখনই বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রক্তে ভেসে যাচ্ছিল দেহ, তাঁর পোশাক অবিন্যস্ত ছিল, দাঁতও ভাঙা ছিল। গলায় স্পষ্ট ফাঁসের দাগ ছিল। পরিবারের অভিযোগ, ধর্ষণের পরে খুন করা হয়েছে তাঁকে। মৃতার বোন জানিয়েছেন, সকালে দিদি বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু দুপুর গড়িয়ে গেলেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। বিকেল ৩টে নাগাদ রেল লাইনের ধারে যুবতিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন এক স্থানীয় বাসিন্দা। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা গিয়ে তাঁকে চিহ্নিত করেন।

ঘটনার পরে শুক্রবার পুলিশের দ্বারস্থ হন তাঁর। পরিবারের অভিযোগ, পুলিশ প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে। এরপর বাড়ি থেকে ৪০ কিলোমিটার দূরে রেল পুলিশের দফতরে অভিযোগ দায়ের করে পরিবার। পুলিশ সুপার অপর্ণা গুপ্তার নেতৃত্বে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ৩৭৬ এবং ৩০২ ধারায় মামলা রুজু হয়েছে। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি।

Share it