Partha Chatterjee
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে শিল্প ভবনে CBI। রাজ্যের শিল্পমন্ত্রী তথা তৃণমূলের মহাসচিবকে কয়েক দিন আগেই এই মামলায় তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার বেলা ১১টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হলেও যাননি পার্থ। ভোটের কাজে ব্যস্ত থাকায় তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছিলেন তিনি। এরপরেই শিল্প ভবনে চলে যান CBI আধিকারিকরা।

icore মামলায় এর আগেও এক বার পার্থকে নোটিস পাঠিয়েছিল CBI। সেই সময় ব্যক্তিগত কারণ দেখিয়ে CBI দফতরে হাজিরা দেননি শিল্পমন্ত্রী। নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো কমিটির সভাপতি পার্থ। সেই পুজো কমিটিতেই icore সংস্থা থেকে টাকা এসেছিল বলে অভিযোগ ওঠে। সেই আর্থিক লেনদেন সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে।

Share it